ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন পাবে ১৬ লাখ ডলার, রানার্স আপ ৮ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ১০ অক্টোবর ২০২১ | আপডেট: ২০:১৬, ১০ অক্টোবর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরস্কার মূল্যের কথা ঘোষণা করে দিল আইসিসি। বিশ্বকাপে জয়ী হলে মোটা অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ রয়েছে চ্যাম্পিয়নদের।

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ৬৯ লাখ টাকা। রানার্সআপ দল পাবে তার অর্ধেক।

সেমি-ফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৪ লাখ ডলার করে। প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করতে প্রতিটি ম্যাচ জেতার জন্যও রাখা হয়েছে পুরস্কার। সুপার টুয়েলভের ৩০ ম্যাচের প্রতিটিতে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) করে।

সুপার টুয়েলভ থেকে বাদ পড়া দলগুলোর জন্যও রয়েছে বরাদ্দ। প্রতিটি দলকে ৭০ হাজার ডলার করে দিবে আইসিসি। প্রাথমিক পর্বে প্রতি ম্যাচ জেতার পুরস্কার ৪০ হাজার ডলারের। ১২ ম্যাচের এই প্রতিযোগিতা থেকে বাদ পড়া দলগুলোকে দেওয়া হয়ে ৪০ হাজার ডলার করে।

প্রাথমিক পর্বের দুই গ্রুপে অংশ নিবে ৮টি দল। বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা লড়াই করবে পরের ধাপে যেতে।

আর সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে যোগ দিবে প্রাথমিক পর্বের সেরা ৪ দল।

প্রাইজ মানি ছাড়াও ২০২১ আসরে প্রতি ইনিংসেই পানি পানের বিরতির ব্যবস্থা করেছে আইসিসি। আড়াই মিনিটের এই বিরতি নেওয়া হবে ইনিংসের ঠিক মাঝের সময়ে।

আগামী রোববার ওমান ও পাপুয়া নিউগিনির প্রাথমিক পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেদিনই স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার টুয়েলভের খেলা শুরু ২৩ অক্টোবর।

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি 

চ্যাম্পিয়ন : ১৬ লাখ ডলার (প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা)
রানারআপ : ৮ লাখ ডলার (প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকা)
সেমিফাইনালে পরাজিত প্রতিটি দল : ৪ লাখ ডলার (প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা)
সুপার টুয়েলভে প্রতি ম্যাচের বিজয়ী দল : ৪০ হাজার ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা)
সুপার টুয়েলভ থেকে বাদ পড়া প্রতিটি দল : ৭০ হাজার ডলার (প্রায় ৫৯ লাখ ৮৬ হাজার টাকা)
প্রথম পর্ব থেকে বাদ পড়া প্রতিটি দল : ৪০ হাজার ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা)

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি