ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানের নেতৃত্বে নবি, বাদ শাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ১০ অক্টোবর ২০২১ | আপডেট: ২০:০৩, ১০ অক্টোবর ২০২১

মোহাম্মদ নবি

মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হল না শাপুর জাদরানের। অভিজ্ঞ এই পেসারকে বাইরে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

রোববার যে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে এসিবি সেখান থেকে শাপুরের সঙ্গে বাদ পড়াদের তালিকায় রয়েছেন কাইস আহমেদও। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে খেলা ডানহাতি পেসার শাপুর দেশের হয়ে ৩৬ টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট নিয়েছেন। 

রিজার্ভ থেকে বিশ্বকাপের মূল দলে জায়গা করে নিয়েছেন ফরিদ আহমাদ মালিক। ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি জায়গা করে নেওয়া আফগানিস্তান আছে দ্বিতীয় গ্রুপে।

আফগানিস্তান দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, গুলবদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, করিম জানান, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমাদ মালিক, নাভিন উল হক।

অতিরিক্ত: শরাফউদ্দিন আশরাফ, সামিউল্লাহ শিনওয়ারি, দৌলত জাদরান, ফজল হক ফারুকি।

এএইচএস

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি