ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপে ভারতের ম্যাচ নিয়ে চাপ নেই পাকিস্তানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ১১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৩:৪৭, ১১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

এখনও বেশ কয়েকদিন বাকি। তবে তার আগেই বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চলছে উত্তেজনা। দু’দেশের সমর্থক ও গণমাধ্যম এ বিষয়ে একটু বেশি এগিয়ে। যদিও পাক দলের কেউ কেউ উত্তেজনার বিষয়ে চাপ নিতে নারাজ।

পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তাদের মধ্যে একজন। তিনি বলেছেন, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচকে আলাদা চোখে দেখছি না। এই ম্যাচটা নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে গণমাধ্যম আর দু’দেশের সমর্থকেরা।’’ 

তিনি আরও যোগ করেন, ‘‘ভারতের সঙ্গে খেলতে হবে ভেবে নিজেদের চাপে ফেলতে চায় না ক্রিকেটারেরা। সেটা করতে গিয়ে অতীতে আমাদের ক্ষতি হয়েছে।’’

আমিরশাহিতে পাকিস্তান নিয়মিত খেলে। সেটার জন্য আলাদা সুবিধা পাবেন কিনা জানতে চাইলে রিজওয়ানের জবাব, ‘‘আমি বিশ্বাস করি না, আমিরশাহিতে পাকিস্তান বা অন্য কোনও দল বিশেষ সুবিধে পাবে। বেশ কয়েক বছর আমরা ওখানে নিয়মিত খেলছি। আমাদের অনেকে বলেও থাকে যে, আমিরশাহিতে ম্যাচ মানে নিজেদের মাঠে খেলা। ব্যক্তিগত ভাবে এই ধরনের মন্তব্যকে সমর্থন করিনি। তার কারণ ওখানকার পিচ অস্ট্রেলিয়া বা অন্য কোনও দেশ থেকে মাটি এনে তৈরি হয়।’’

এদিকে শোয়েব মালিককে শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে রাখা হয়নি। মাঝের সারির ব্যাটসম্যান শোয়েব মাকসুদ চোট পেয়ে ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে তিনি ফিরেছেন। এই নিয়ে ষষ্ঠবার তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা যেতে পারে।

সাবেক এ পাক অধিনায়কের প্রত্যাবর্তনে খুশি শাহিদ আফ্রিদি। তার ধারণা, মালিক খেললে পাকিস্তান দল উপকৃত হবে। গণমাধ্যমে আফ্রিদি লিখেছেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শোয়েব মালিককে ফেরানো হয়েছে দেখে ভালো লাগল। একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে বড় অবদান রাখতে পারে। আমার শুভেচ্ছা রইল।’’

আফ্রিদি অবশ্য বিশ্বকাপে পাকিস্তান দলের সাফল্য কামনা করে আগেও টুইট করেছিলেন। 

প্রসঙ্গত, বছরের শুরুতেই ঘরোয়া ম্যাচে পিঠে চোট পান মাকসুদ। তাই তাকে শেষপর্যন্ত নেওয়া হচ্ছে না। পাকিস্তানে প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিম বলেছেন, ‘‘শোয়েব (মাকসুদ) বিশ্বকাপে খেলতে পারবে না জেনে ভেঙে পড়েছে। সে নিজেকে দারুণ ভাবে তৈরি করছিল। কিন্তু চোট-আঘাত খেলারই অঙ্গ। এসব ক্ষেত্রে কিছু করার থাকে না। আমরা মালিককে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি। ওর অভিজ্ঞতায় দল লাভবান হবে।’’ 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি