ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

বিশ্বকাপের ‘লিডিং লাইটস’ এ জায়গা পেলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১১:২৩, ১৩ অক্টোবর ২০২১

ক্রিকেট দুনিয়ায় সেরাদের কোন ছোট্ট তালিকা প্রকাশ হলে প্রথমেই বাংলাদেশীদের যে নামটা মাথায় আসে তা হলো সাকিব আল হাসান। সব ফর্মেটেই তিনি সেরাদের তালিকায়। এবার নতুন করে আরও একটি তালিকায় যুক্ত হলেন এই অলরাউন্ডার। টি -টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করে যারা নজর কেড়েছেন তাদের থেকে ১০ জনকে নিয়ে ‘লিডিং লাইটস’-এর তালিকা প্রকাশ করেছে আইসিসি। আর সেখানেও নিজের জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।

সাকিবের ব্যাপারে আইসিসি লিখেছে, ‘‘সাকিবই তালিকায় থাকা একমাত্র খেলোয়াড়, যিনি এখন পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেননি। সংগ্রাম করতে থাকা একটি দলের হয়ে সাকিব কতটা ধারবাহিক, তার অর্জনই তা বলে দেয়।’’

তার প্রশংসায় আইসিসি আরও লিখেছে, ‘‘বিশ্বকাপের প্রথম আসরে খেলা মাত্র ৮ ক্রিকেটার যারা এবারও বিশ্বকাপ খেলবেন, সাকিবও তাদের একজন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব অন্যতম গ্রেট অলরাউন্ডার। 

শহীদ আফ্রিদির পাশাপাশি তিনিই একমাত্র খেলোয়াড় যিনি টুর্নামেন্টে ৫০০ রান এবং ৩০ উইকেটের মালিক। দুই বছর আগে ওয়ানডে বিশ্বকাপে তার পারফরম্যান্সের দিকে তাকালে বুঝা যায়, বড় উপলক্ষ পেলে তার সাফল্যের ক্ষুধা আরও বেড়ে যায়।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির ‘লিডিং লাইটস’-এর তালিকা :
শহীদ আফ্রিদি (৩৪ ম্যাচে ৩৯ উইকেট ও ৫৪৬ রান), সাকিব আল হাসান (২৫ ম্যাচে ৩০ উইকেট ও ৫৬৭ রান), এবি ডি ভিলিয়ার্স (৩০ ম্যাচে ৩০ ক্যাচ ও ৭১৭ রান), তিলকরত্নে দিলশান (৩৫ ম্যাচে ৮৯৭ রান), ক্রিস গেইল (২৮ ম্যাচে ৯২০ রান), মাহেলা জয়াবর্ধনে (৩১ ম্যাচে ১০১৬ রান), বিরাট কোহলি (১৬ ম্যাচে ৭৭৭ রান), লাসিথ মালিঙ্গা (৩১ ম্যাচে ৩৮ উইকেট), কেভিন পিটারসেন (১৫ ম্যাচে ৫৮০ রান), স্যামুয়েল বদ্রি (১৫ ম্যাচে ২৪ উইকেট)।
এমএম/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি