টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শকদের সুখবর দিল আইসিসি
প্রকাশিত : ১২:৪৭, ১৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:১৫, ১ ডিসেম্বর ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনে দর্শকপূর্ণ গ্যালারি চেয়ছিল আইসিসি। কিন্তু স্বাগতিক দেশ আরব আমিরাত এবং ওমান সরকার ধারণক্ষমতার ৭০ শতাংশের বেশি দর্শক উপস্থিতির অনুমতি দেয়নি। এমন খবরে ক্রিকেটপ্রেমীরা হতাশ হলেও নতুন করে টিকেট ছাড়ার সুখবর দিয়েছে আইসিসি।
তবে কত সংখ্যক টিকেট নতুন করে ছাড়া হয়েছে তা জানায়নি আইসিসি। চাহিদা বেড়ে যাওয়ায় ওমান এবং আমিরাত সরকারকে রাজি করিয়ে টিকেট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আইসিসির হেড অব ইভেন্টসের ক্রিস টেটলে জানান, ‘‘আমরা জানি বিশ্বকাপে অংশগ্রহণ করা ১৬টি দেশের অসংখ্য ক্রীড়া অনুরাগীতে পরিপূর্ণ ওমান এবং আরব আমিরাত। তাই দর্শকদের জন্য আরও টিকিট দিতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের হোস্ট, ভেন্যু ও অফিসিয়ালদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে দর্শকরা দারুণ একটা ইভেন্টের অংশ হতে পারে।’’
বিশ্বকাপের প্রথম পর্বে ওমানে খেলবে বাংলাদেশ। সেখানে বসবাস অসংখ্য বাংলাদেশির। আইসিসির এমন খবরে বাংলাদেশিরাও স্বস্তি প্রকাশ করেছেন।
এমএম/ এসএ/