ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

বিশ্বকাপ দলে কখন যোগ দিবেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ১৩ অক্টোবর ২০২১ | আপডেট: ২২:০৩, ১৩ অক্টোবর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দিবেন বলে আশা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। আগামী ১৫ অক্টোবর ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে কোলকাতার। ওমানের মাস্কাটে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

আজ বুধবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে সাকিবের দল কোলকাতা। এ ম্যাচে জিতলে ফাইনালে খেলবে কোলকাতা। আর যদি কোলকাতা হেরে যায়, তবে আগেভাগেই দলের সাথে যোগ দিবেন সাকিব।

কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বিশ্বাস সাকিবের দল ফাইনালে গেলেও বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই এই অলরাউন্ডারকে পাওয়া যাবে। 

তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারটি ক্রিকেট অপারেশনস কমিটি দেখছে । এই মুহূর্তে এখান থেকে বলা কঠিন। আমরা অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাকে পাবার আশা করি।’ জানা গেছে, ওমানে আসার পর সাকিবকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তাই ওমানে দলের সাথে সরাসরি যোগ দিতে তার কোন সমস্যা নেই।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি