ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চরম বিপাকে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ১৪ অক্টোবর ২০২১

সৌম্য সরকার

সৌম্য সরকার

Ekushey Television Ltd.

১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে চরম বিপাকে পড়েছে বাংলাদেশের ব্যাটিং ইউনিট। শুরু থেকেই উইকেট হারাতে থাকা টাইগাররা ৯০ রানেই হারিয়েছে ছয় ব্যাটারকে।

এর আগে আবুধাবিতে এদিন সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৭ রান জড়ো করে আয়ারল্যান্ড। দলটির সর্বোচ্চ স্কোরার ছিলেন গ্যারেথ ডিলানি, ৫০ বলের মোকাবেলায় ৩টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়ে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন হ্যারি টেক্টর।

অন্যদের মধ্যে ওপেনার পল স্টার্লিং ১৬ বলে ২২, অ্যান্ড্রু বালবির্নি ২২ বলে ২৫ ও জর্জ ডকরেল ৯ বলে ৯ রান করে আউট হন।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ দুটি ও নাসুম আহমেদ একটি উইকেট শিকার করেন। তাসকিন, সৌম্য ও শেখ মেহেদী হাসান নিয়ন্ত্রিত বোলিং করলেও এদিন বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। ওভারপ্রতি দশেরও ওপরে রান দিয়েছেন এই ত্রয়ী। যাতে ওই চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারে অল-গ্রিনরা।

আর আইরিশদের গড়া ওই বড় স্কোরের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫ রানের মধ্যে দুই ওপেনার নাঈম শেখ (৪ বলে ৩ রান) ও লিটন দাসকে (৩ বলে ১ রান) হারায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিমও (৪ বলে ৪ রান)। ক্রিজে থেকে এমন চাপ সামাল দেয়ার চেষ্টা করেন সৌম্য সরকার ও আফিফ হোসাইন ধ্রুব।

তবে ভালো শুরুর পরও অল্পতেই বিদায় নিতে হয় আফিফকে। তার আগে একটি চারের মাধ্যমে ১৬ বলে ১৭ রান করেন তিনি। আফিফের বিদায়ের পর ক্রিজে আসা নতুন ব্যাটার নুরুল হাসান সোহানের সঙ্গে ৩০ রানের জুটি গড়েন সৌম্য। তবে দুর্ভাগ্য এই বাঁহাতির। রান আউটে কাটা পড়ে ক্রিজ ছাড়তে হয় ৩০ বলে দুটি ছয় ও একটি চারে ৩৭ রান করা সৌম্যকে। 

যাতে ১৩ ওভার শেষে টাইগারদের সংগ্রহ পাঁচ উইকেটে ৯০ রান। সোহান ১৫ বলে তিনটি চারের মারে ২১ রান নিয়ে ক্রিজে আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন তরুণ শামিম পাটোয়ারি।

বাংলাদেশ একাদশ: 
লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন (১২তম সদস্য)।

আয়ারল্যান্ড একাদশ: 
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), ক্রেইগ ইয়ং, কার্টিন ক্যামফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর, জশুয়া লিটল, মার্ক অ্যাডায়ার, নেইল রক, পল স্টার্লিং, সিমি সিং।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি