ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

রশিদ খানের চোখে টি-টোয়েন্টির সেরা পাঁচ খেলোয়াড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ১৫ অক্টোবর ২০২১

কয়েক দিন পরই মাঠে গড়াবে টি-টোয়েন্টির মহারণ। অংশগ্রহণকারী দলগুলো নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মাঝেই নিজের চোখে সেরা বিশ্বের শীর্ষ পাঁচ টি-টোয়েন্টি খেলোয়াড়ের নাম ও সেরার হবার কারণ বলেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে রশিদ খানের সেরার তালিকায় রয়েছেন, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, কেন উইলিয়ামসন, কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া।

তার চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটারের প্রথমেই আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। 

রশিদ খান বলেন, ‘নিঃসন্দেহে টি-টোয়েন্টির অন্যতম সেরা অভিজ্ঞ ব্যাটসম্যান কোহলি। সে উইকেটের উপর নির্ভর করে না, উইকেট যেটাই হোক না কেন এগিয়ে যাবে এবং পারফর্ম করবে।’

রশিদ খানের তালিকার ২য় স্থানেই আছেন কেন উইলিয়ামসন। উইলিয়ামসন সম্পর্কে রশিদ খান বলেন, ‘টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টি ক্রিকেটেও সমৃদ্ধ উইলিয়ামসন। তিনি হলেন এই মুহূর্তে একমাত্র পরিণত ব্যাটসম্যান যিনি এক হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।’

তালিকার ৩য় স্থানে থাকাএবি ডি ভিলিয়ার্স সম্পর্কে রশিদ খান বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স হলেন ক্রিকেট বিশ্বের ‘মি. ৩৬০’ ক্রিকেটার যিনি খেলার রং যেকোনো মুহূর্তে পাল্টাতে পারেন।’

চতুর্থ স্থানের কাইরন পোলার্ডের ব্যাখ্যায় বলেন, ‘সে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বনন্দিত ক্রিকেটার। পোলার্ড মাঠে নামা মানেই ব্যাটে রানের ফুলঝুরি। বিশাল বিশাল ছক্কা গ্যালারিতে আছড়ে পড়া। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক পোলার্ড। সঙ্গে বল হাতেও বেশ কার্যকরী। রয়েছে তার দখলে অনন্য এক রেকর্ডও।’

হার্দিক পান্ডিয়াকে রেখেছেন ৫ম স্থানে। তার কারণ হিসেবে তিনি বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান সময়ে ভারতীয় দলের অন্যতম সেরা ফিনিশার হার্দিক পান্ডিয়া। তিনি এমন এক সুপার স্ট্রাইকার যিনি যেকোনো বলকে অনায়াসে মাঠের বাইরে পাঠাতে সক্ষম।
এমএম/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি