ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

পরের বিশ্বকাপে যেভাবে সরাসরি খেলবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১৬ অক্টোবর ২০২১

টিম বাংলাদেশ

টিম বাংলাদেশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের লড়াই। তবে এবারও সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। ‘সুপার টুয়েলভ’ নামে সরাসরি খেলার সুযোগ পাওয়া ৮টি দলের সঙ্গে ওই মূল পর্বে ঠাঁই করে নিতে টাইগারদের খেলতে হচ্ছে বাছাই পর্ব। 

তবে আগামী আসরেই সরাসরি খেলার সুযোগ আছে বাংলাদেশের সামনে। সম্প্রতি এক বিবৃতিতে এমনই সুখবর দিয়েছে খোদ আইসিসি। 

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির ওই বিবৃতি থেকে জানা গেছে, আগামী বছরই অস্ট্রেলিয়াতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। সেই আসরে সরাসরি খেলার সুযোগ আছে বাংলাদেশের সামনে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সুপার টুয়েলভে সরাসরি খেলবে ৮টি দল। জানা গেছে সেই ৮টি দল বাছাই করার পদ্ধতিও।

আর তা হলো- এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১৪ নভেম্বর। ফাইনালে যে দুই দল লড়বে তারা হবে ২০২২ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেরা দুই বাছাই। ফাইনালের পরেরদিন অর্থাৎ ১৫ নভেম্বর আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সুপার টুয়েলভে খেলা দলগুলোর মধ্যে শীর্ষ ৬টি দলও পাবে পরবর্তী বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলার সুযোগ। 

অর্থাৎ এবারের ফাইনালে খেলা দুই দলের সঙ্গে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ৬ দল মিলে মোট ৮টি দল সরাসরি খেলবে অস্ট্রেলিয়া আসরের সুপার টুয়েলভে। তবে বাকি চার দলকে পরের আসরে খেলতে হবে প্রাথমিক পর্বে।

সেক্ষেত্রে, বিশ্বকাপ শুরুর আগে প্রকাশিত র‍্যাংকিংয়ের ৬ নম্বরে আছে বাংলাদেশ। ১৫ নভেম্বর পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারলে পরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলতে পারবে বাংলাদেশ। আর যদি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দল হয় সেক্ষেত্রে আটের মধ্যে থাকলেও সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।

এদিকে, এবারের আসরে তৃতীয়বারের মত প্রাথমিক পর্বে খেলছে বাংলাদেশ। গত দুইবারের মত টাইগাররা যদি এবারো মূল পর্বে যেতে পারে, তাহলে অস্ট্রেলিয়া আসরে খেলা নিশ্চিত হবে তাদের।

সেই লক্ষ্যেই রোববার (১৭ অক্টোবর) বিশ্বকাপের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ দল: 
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসাইন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসাইন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসাইন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি