ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সাইফের ইয়র্কারে ঘায়েল কোয়েৎজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ১৭ অক্টোবর ২০২১

ওমান একাদশের বিপক্ষে দুর্দান্ত খেলার পর দুটি প্রস্তুতি ম্যাচেই হতাশাজনক পারফরম্যান্স করে টাইগাররা। তবে হতাশাকে পেছনে ফেলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনটা জয় দিয়েই শুরু করার লক্ষ্যে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে বোলিং করছে বাংলাদেশ। 

ইনিংসের তৃতীয় ওভারেই ইয়র্কারে প্রতিপক্ষ অধিনায়ককে ঘায়েল করলেন সাইফুদ্দিন। যাতে মাত্র পাঁচ রানেই প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। ৭ বল খেলা দলীয় অধিনায়ক কাইল কোয়েৎজার ফেরেন শূন্য রানেই।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভারে এক উইকেটে ১৫ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ড। ওপেনার জর্জ মুনসে ১২ রানে এবং তাঁর সঙ্গে যোগ দেয়া ম্যাথিউ ক্রস আছেন এক রানে।

স্থানীয় সময় রোববার (১৭ অক্টোবর) মাস্কাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও টি-স্পোটর্স চ্যানেল।

এদিকে, টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানোর কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, পিচ দেখে মনে হচ্ছে এটা একটা ভালো উইকেট, প্রচুর রান আছে। তবে আমরা প্রথমে বোলিং করব, কারণ রাতে প্রচুর শিশির পড়ে এখানে। 

অন্যদিকে, স্কটিশ অধিনায়ক কাইল কোয়েৎজার বলেন, আগে ব্যাটিং পেয়েও খুশি আমরা। আপনি যদি বোর্ডে অনেক রান তুলতে পারেন, তাহলে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারবেন। যদিও শিশির একটা ফ্যাক্ট, তবে আমরা এটা ভালোভাবেই মোকাবেলা করতে সক্ষম হব।

বাংলাদেশ দল এদিন তিন পেসার ও দুই স্পিনার নিয়েই মাঠে নামছে। সেক্ষেত্রে পেসে মুস্তাফিজ, তাসকিনের সঙ্গে মোহাম্মাদ সাইফুদ্দিন। এর স্পিনে সাকিবের সঙ্গী শেখ মাহেদী হাসান। আর ব্যাটিংয়ে লিটনের সঙ্গী হচ্ছেন ইনফর্ম সৌম্য সরকার।

স্কটল্যান্ড একাদশ: 
কাইল কোয়েৎজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস (কিপার), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রীভস, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফিয়ান শরীফ, ব্র্যাড গম।

বাংলাদেশ একাদশ: 
লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক, আফিফ হোসাইন, নুরুল হাসান (কিপার), মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি