ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

রেকর্ডের দ্বারপ্রান্তে মাহমুদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ১৮ অক্টোবর ২০২১ | আপডেট: ১৯:২৩, ১৮ অক্টোবর ২০২১

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

জয়ে শুরু করতে চাইলেও উল্টো হার দিয়েই শুরু হলো টাইগারদের এবারের বিশ্বকাপ যাত্রা। হারলেও ম্যাচে দুটি উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারীর রেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এবার বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ডের দ্বারপ্রান্তে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাগতিক ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচে টস করতে নামলেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়বেন রিয়াদ।

এর আগে রোববার (১৭ অক্টোবর) রাতে স্কটল্যান্ডের বিপক্ষে টস করতে নেমে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে স্পর্শ করেন মাহমুদুল্লাহ। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সমান ২৮ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি ও মাহমুদুল্লাহ। মঙ্গলবার মাশরাফিকে টপকে দেশের পক্ষে সংক্ষিপ্ত ভার্সনে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ডটি দখলে নিবেন রিয়াদ।

এখন পর্যন্ত বাংলাদেশকে ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৩টি জয়ের বিপরীতে ১৫টি হার উপহার দিয়েছেন মাহমুদুল্লাহ। যার সর্বশেষটি নন-টেস্ট প্লেয়িং স্কটল্যান্ডের কাছেই। 

আর রিয়াদের সমান ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাশরাফির জয় ১০টি, হার ১৭টি এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি