ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্কটল্যান্ডের কাছে হারে চরম ক্ষুব্ধ পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ১৮ অক্টোবর ২০২১

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

Ekushey Television Ltd.

জয়ে শুভসূচনা করতে চাইলেও উল্টো হার দিয়েই শুরু হলো টাইগারদের বিশ্বকাপ যাত্রা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, এই পরাজয় চিন্তায়ও আসেনি

আইসিসি ট-টোয়েন্টি কেন, সব ধরণের র‍্যাঙ্কিংইয়েই স্কটল্যান্ডের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। শক্তিমত্তা বা অভিজ্ঞতায়ও যোজন যোজন এগিয়ে সাকিব-মুশফিকরা। তবে স্কটল্যান্ডের দাপুটে ক্রিকেটের কাছে যেভাবে হেরেছে দল, তাতে যেন বিশ্বকাপ স্বপ্নেই ধাক্কা লেগেছে।
 
বিষয়টি তাই মেনে নিতে পারছেন না বিসিবি বসও। পাপনের মতে, এই ম্যাচ থেকে দলের কোনো প্রাপ্তিই নেই। ওমানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এটা নিয়ে মন্তব্য করা খুব কঠিন। ভালো কিছু বলার মত কিছু নাই। হারার মধ্যেও ভালো কিছু প্রাপ্তি থাকে, কিন্তু এখানে পুরোটাই লস।’

স্কটল্যান্ডের কাছে পরাজয় কোনোক্রমেই মেনে নিতে পারছেন না বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘পুরো ব্যাপারটা একেবারেই অপ্রত্যাশিত। কখনও চিন্তাও করা যায়নি যে, আমরা স্কটল্যান্ডের কাছে এই ম্যাচ হারতে পারি।’

নাজমুল হাসান পাপন বলেন, ‘এর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে প্র্যাকটিস ম্যাচ হেরেছি। যদিও হারা উচিৎ হয়নি, তারপরও মনে হয়েছে নিয়মিত কয়েকজন খেলোয়াড় নেই, এজন্য এমন হতেই পারে। কাল তো এই সমস্যা ছিল না। তামিম ছাড়া পুরো দলই খেলেছে। এভাবে হেরে যাব- এটা চিন্তায়ও আসেনি। চিন্তাও করিনি স্কটল্যান্ডের কাছে হারতে পারি।’

এদিকে, স্কটল্যান্ডের কাছে হারের পর কঠিন হয়ে গেছে বাংলাদেশের সুপার টুয়েলভে ওঠার সমীকরণ। এই ম্যাচের আগে ধরে নেয়া হয়েছিল একরকম শীর্ষে থেকেই সুপার টুয়েলভে যাবে বাংলাদেশ। কিন্তু এখন সেটা হয়েছে উল্টো। 

ওমান ও স্কটল্যান্ড নিজ নিজ ম্যাচে জয় পাওয়ায় এখন নিজেদের পরের দুই ম্যাচে তো জিততেই হবে। উপরন্তু সুপার টুয়েলভে যেতে হলে অন্যদের দিকেও তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হবে- যদি ওমান দুটি ম্যাচে জয় পায় এবং স্কটলান্ডও পরের দুটি ম্যাচে জিতে যায়। 

কারণ, নেট রান রেটে যে ইতোমধ্যেই ওই দুই দলের তুলনায় ঢের পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ওমানের নেট রানরেট যেখানে ৩.১৩৫ সেখানে বাংলাদেশের মাইনাস (-) ০.৩। আর টাইগারদের হারানো স্কটল্যান্ডের ঠিক উল্টো +০.৩। পাপুয়া নিউগিনির কথা না হয় বাদই দিলাম। 

তবে পচা শামুকেও নাকি পা কাটতে পারে! সেই ভয়ও এখন করছেন অনেকেই।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি