ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশকে হারিয়ে পরের রাউন্ডে যেতে চায় ওমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১৯ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:২৩, ১৯ অক্টোবর ২০২১

ওমান ক্রিকেট দল

ওমান ক্রিকেট দল

আত্মবিশ্বাসের সঙ্গে বলেকয়েই বাংলাদেশকে হারিয়েছে স্কটল্যান্ড। এবার ম্যাচের আগেই কথার হুঙ্কার ছুঁড়েছে ওমানের কোচও। বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে চায় স্বাগতিকরা। আত্মবিশ্বাসে বলিয়ান দলটি দাবি করেছে, সাকিব-রিয়াদদের হারানোর সামর্থ্য তাদের আছে।

নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে মানসিকভাবে ভেঙে পড়েছে বাংলাদেশ। অপরদিকে, ওমান নিজদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয় নিয়ে আছে ফুরফুরে মেজাজে। মাঠের খেলার আগেই স্কটল্যান্ডের মতো মানসিক খেলা শুরু করেছে ওমানও।

পাকিস্তানি বংশোদ্ভূত ওমানের লেগ স্পিনার খাওয়ার আলি বলেন, “পাঁচ বছর আগের ওমান দলের সঙ্গে এখনকার দলের তুলনা করলে ভুল হবে। আমরা অনেক আত্মবিশ্বাসী। বাংলাদেশ ভালো দল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরাও প্রস্তুত, বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে চাই।”

দলটির অধিনায়ক জিসান মাকসুদ অবশ্য বাংলাদেশকে যথেষ্ট সমীহ করেই কথা বলেছেন। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ জয়ের পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল এবং তাদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। বড় মঞ্চে খেলার অনেক অভিজ্ঞতা আছে তাদের। পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়টি আমরা ইতিবাচকভাবে নিয়ে সামনে এগোতে চাই। আমাদের সামনে কী আসছে তা জানি না, তবে আমরা ধারাবাহিকভাবে সব ম্যাচই খেলতে চাই।”

এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে ওমানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আল আমেরাতের ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে দল দুটি। 

তবে, সুখকর খবর হচ্ছে- এর আগে ওমানের বিপক্ষে একবারের দেখায় জয় পেয়েছিল বাংলাদেশ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে শতক হাঁকিয়েছিলেন তামিম ইকবাল। যদিও এবারের বিশ্বকাপেই খেলছেন না তামিম।

এদিকে, আজ একটি পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে বলেই জানিয়েছেন দলটির হেড কোচ রাসেল ডোমিঙ্গো। প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হওয়া সৌম্য সরকারের পরিবর্তে মোহাম্মাদ নাঈম শেখকে এ ম্যাচে সুযোগ দেয়া হবে বলেই জানান তিনি। 

অন্যদিকে, উইনিং কম্বিনেশন বজায় রেখে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামবে স্বাগতিক দল। 

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): মোহাম্মদ নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান (কীপার), শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওমান একাদশ (সম্ভাব্য): আকিব ইলিয়াস,যতিন্দর সিং, খাওয়ার আলী, জীশান মাকসুদ (অধিনায়ক), কাশ্যপ প্রজাপতি, নাসিম খুশি (কীপার), মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দীপ গৌঢ়, কলিমুল্লাহ, বিলাল খান।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি