ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

‘অঘটন’ ঘটানোর অপেক্ষায় ওমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ১৯ অক্টোবর ২০২১

টিম ওমান

টিম ওমান

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বাদ পড়ার শঙ্কায় এখন বাংলাদেশ। টাইগারদের চাপে থাকার সুবিধাটাই কাজে লাগিয়ে এবার ‘অঘটন’ ঘটাতে চায় স্বাগতিক ওমান। আজ রাতেই নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াদের বাহিনীর বিপক্ষে মাঠে নামছে জিশান মাকসুদের দল। 

যদিও বাংলাদেশের বিপক্ষে এখনও কোনো জয় নেই ওমানের। এমনকি অভিজ্ঞতা, শক্তিমত্তা আর পরিসংখ্যানেও দলটি ঢের পিছিয়ে বাংলাদেশের চেয়ে। দলটির কোচ দুলিপ মেন্ডিস তা মেনেও নিয়েছেন।

তবে বড় দল বলেই বাংলাদেশের জন্য পরাজয় মানেই বড় ব্যর্থতা। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে বোড়-ছোট বলে কোনও কথাই তেমন কাজে আসে না। এছাড়া স্কটল্যান্ডের কাছে হারার পর সুপার টুয়েলভে ওঠাটাই এখন শঙ্কায় পড়ায় রীতিমত বাড়তি চাপে বাংলাদেশ। আর এই চাপকেই কাজে লাগিয়ে অঘটন ঘটাতে চান দুলিপ! বাংলাদেশকে প্রথমবারের মত হারিয়ে উঠতে চান সুপার টুয়েলভেও!

ওমান কোচ বলেন, ‘বাংলাদেশ প্রতিষ্ঠিত, টেস্ট খেলুড়ে দল। কিন্তু তাদের ওপর চাপ কাজ করছে। বড় দলগুলো অন্যান্য দলের বিপক্ষে খেলার সময় চাপে থাকে, কারণ তাদের হারের সুযোগ নেই। ছোট দলের জন্য তাই সবই অর্জনের সুযোগ।’

নিজেদের ফেভারিট না মেনেই তাই টানা দ্বিতীয় জয় তুলে নিতে চায় প্রথম ম্যাচে পিএনজিকে ১০ উইকেটের ব্যবধানে উড়িয়ে দেয়া ওমান। 

দুলিপ মেন্ডিস জানান, ‘নির্দিষ্ট দিনে ভালো করতে পারলে আপনি যে কোনো অঘটন ঘটাতে পারবেন। অতীতে আমরা অনেক অঘটন দেখেছি। আজও যে কোনো কিছুই হতে পারে।’

এদিকে, আজ একটি পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে বলেই জানিয়েছেন দলটির হেড কোচ রাসেল ডোমিঙ্গো। প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হওয়া সৌম্য সরকারের পরিবর্তে মোহাম্মাদ নাঈম শেখকে এ ম্যাচে সুযোগ দেয়া হবে বলেই জানান তিনি। 

অন্যদিকে, উইনিং কম্বিনেশন বজায় রেখে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামবে স্বাগতিক দল। 

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): মোহাম্মদ নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান (কীপার), শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওমান একাদশ (সম্ভাব্য): আকিব ইলিয়াস,যতিন্দর সিং, খাওয়ার আলী, জীশান মাকসুদ (অধিনায়ক), কাশ্যপ প্রজাপতি, নাসিম খুশি (কীপার), মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দীপ গৌঢ়, কলিমুল্লাহ, বিলাল খান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি