ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাঈমের ফিফটি, বড় লক্ষ্যে ছুটছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ১৯ অক্টোবর ২০২১ | আপডেট: ২১:২৯, ১৯ অক্টোবর ২০২১

ফিফটি হাঁকানোর পথে মোহাম্মদ নাঈম শেখ

ফিফটি হাঁকানোর পথে মোহাম্মদ নাঈম শেখ

জয়ের ধারায় ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। মাস্কাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বাঁচা-মরার এই লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে ২ উইকেট হারালেও নাঈমের ব্যাটে এখন বড় লক্ষ্যেই ছুটছে বাংলাদেশ।

বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন মোহাম্মদ নাঈম। তাঁর সঙ্গে ৫৩ বলে ৮০ রানের জুটি গড়ে সাকিব আল হাসান ৪২ রানে রানআউট হয়ে ফিরলে নাঈমের সঙ্গী হন নুরুল হাসান সোহান।

তবে বেশিক্ষণ টিকতে পারেননি এই মারকুটে। আগের দিন ২ রানে আউট হওয়া সোহান আজও একইভাবে লং শট খেলতে গিয়ে ফেরেন ৩ রান করে। যাতে ১১২ রানেই চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান। নাঈম শেখ ৬৩ রানে এবং আফিফ হোসাইন ক্রিজে আছেন শূন্য রানে। 

এর আগে আবারো ব্যাটারদের সেই ব্যর্থতায় দ্রুতই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ দল। শুরুতে ৬ রান করা লিটনের পর অসাধারণ এক ক্যাচের শিকার হয়ে শূন্য রানেই ক্রিজ ছাড়েন ব্যাটিংয়ে ওয়ান ডাউনে প্রমোশন পাওয়া শেখ মাহেদী হাসান। যাতে ২১ রানেই দুই উইকেট হারিয়ে এখন বিপাকে পড়ে দল।

বাংলাদেশ একাদশ: 
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান (কীপার), শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওমান একাদশ: 
আকিব ইলিয়াস,যতিন্দর সিং, ফাইয়াজ বাট, জীশান মাকসুদ (অধিনায়ক), কাশ্যপ প্রজাপতি, নাসিম খুশি (কীপার), মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দীপ গৌঢ়, কলিমুল্লাহ, বিলাল খান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি