বাংলাদেশের বিপক্ষে হেরে যা বললেন ওমান অধিনায়ক
প্রকাশিত : ০৯:০৮, ২০ অক্টোবর ২০২১
ওমান দলের অধিনায়ক জিশান মাকসুদ
স্বাগতিক ওমান সর্বশক্তি নিয়ে ঝাপিয়ে পড়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। আগের ম্যাচে দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাস নিয়ে টাইগারদের বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবছিল না দলটি। এই ভাবনায় অসাধারণ বল করে বাংলাদেশকে ১৫৩ রানেই অলআউট করতে সক্ষম হয় বিলাল খান ও ফয়েজ বাটরা।
জবাবে ব্যাট করতে নেমেও অসাধারণ খেলতে থাকে ওমানের ব্যাটাররা। যতীন্ত্র সিংয়ের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে জয়ের পথে। তবে স্কটল্যান্ডের কাছে অনাকাঙ্ক্ষিত হারের পর জয়ের ধারায় ফিরতে মরিয়া ছিল টাইগার বোলাররা।
প্রথম দিকে বাংলাদেশের বোলারদেরকে চার-ছক্কায় জবাব দিলেও শেষ দিকে সাকিব-মুস্তাফিজের বোলিংয়ের সামনে তারা আর দাঁড়াতে পারেনি। ফলে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ২৬ রানে হেরে যায় বিশ্বকাপের স্বাগতিক ওমান।
এমন দুর্দান্ত খেলে হেরে যাওয়ায় অনেকটাই হতাশ ওমান দলের অধিনায়ক জিশান মাকসুদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই হতাশাই তার মুখে থেকে ঝরল।
জিশান মাকসুদ বলেন, ‘লক্ষ্য পার করা আমাদের জন্য অসম্ভবের কিছু ছিল না। শুরুতে ও মাঝে যেভাবে ব্যাট করেছি তাতে আমরা জয়ের লক্ষ্যেই ছিলাম। কিন্তু শেষ ৫-৬ ওভারে আমরা সঠিক পথে ছিলাম না। ওই সময়টায় বেশ কয়েকটি উইকেট হারিয়েছি আমরা। আর এর সব কৃতিত্ব বাংলাদেশের বোলারদের।’
তিনি আরও বলেন, ‘ম্যাচে ১৫-১৬ ওভার পর্যন্ত চালকের আসনে আমরাই ছিলাম। শেষ ৩৬ বলে ৫০ রানের দরকার ছিল আমাদের। আর এটা পূরণ করা কঠিন কোনো বিষয় ছিল না। তবে তা আমরা করতে পারিনি।’
সমর্থকদের উদ্দেশে ওমান অধিনায়ক বলেন, ‘হোম ম্যাচে সমর্থকদের সামনে খেলা কোনো চাপ নয়, বরং এটা দলকে উজ্জীবিত করে। কিন্তু আমরা তাদের খুশি করতে পারিনি। কিন্তু সব শেষে এটাই ক্রিকেট। আমরা আবার ভালো খেলে জয় আনব, দেশের সমর্থকদের মুখে হাসি ফোটাব।’
এএইচ/