ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সাবেক ক্রিকেটার মাইকেল স্ল্যাটার গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২০ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:২৪, ২০ অক্টোবর ২০২১

পারিবারিক সহিংসতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্ল্যাটার। 

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ৫১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকারকে পুলিশ বুধবার তার সিডনির বাসা থেকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়। 

গত সপ্তাহে পারিবারিক সহিংসতার কোনো ঘটনা বলে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানালেও বিস্তারিত কিছু জানায়নি।

তবে স্ল্যাটারের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। সাবেক এই ক্রিকেটারও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। 

১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া দলের সদস্য স্ল্যাটার ৭৪টি টেস্ট খেলেছেন। 

আরএমএ/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি