শেষ ম্যাচ জিতলেও অনিশ্চিত বাংলাদেশ!
প্রকাশিত : ১৮:২৬, ২০ অক্টোবর ২০২১
- টি-টোয়েন্টির ইতিহাসে টাইগারদের নয়া নজির
- হঠাৎই বদলে গেল নিয়ম, সহজ গ্রুপে বাংলাদেশ!
- বিশ্বমঞ্চে অনন্য সাকিবকে নিয়ে যা বললেন শিশির
- সাবেক ক্রিকেটার মাইকেল স্ল্যাটার গ্রেপ্তার
- সুপার টুয়েলভে যেতে যেসব সমীকরণের মুখে বাংলাদেশ
- মেসির জোড়া গোলে পিএসজির রোমাঞ্চকর জয়
- বাংলাদেশের বিপক্ষে হেরে যা বললেন ওমান অধিনায়ক
- ওমানকে হারিয়ে আশা জিইয়ে রাখল বাংলাদেশ
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর ওমানের কাছে হারলেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেত সাকিব-মুস্তাফিজদের। তবে আপাতত তারা লড়াইয়ে টিকে আছে দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ানোয়। যদিও চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ-বি’তে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
যথারীতি ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্কটল্যান্ড, প্রথম দু'টি ম্যাচেই জয় তুলে নিয়েছে কাইল কোয়েৎজারের দল। আর ওমান ও বাংলাদেশের সংগ্রহে রয়েছে ২ ম্যাচে সমান ২ পয়েন্ট করে। এই অবস্থায় শেষ ম্যাচে বাংলাদেশ পাপুয়া নিউ গিনিকে হারিয়ে দিলেই যে তারা সুপার টুয়েলভে জায়গা করে নেবে- তেমন কোনও নিশ্চয়তা নেই।
কারণ, ওমানের (+০.৬১৩) নেট রান-রেট বাংলাদেশের (+০.৫০০) থেকেও ভালো। তাই ওমান যদি শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে তিন দলেরই পয়েন্ট সংখ্যা দাঁড়াবে সমান ৪। সেক্ষেত্রে নেট রান রেটে যে দু'টি দল এগিয়ে থাকবে, তারাই হাতে পাবে পরের রাউন্ডের টিকিট।
তবে, শেষ ম্যাচে বাংলাদেশ জিতলে এবং ওমান হারলে, সাকিব-রিয়াদদের সুপার টুয়েলভে যেতে রান-রেটের কোনও ভূমিকা থাকবে না।
অন্যদিকে, বাংলাদেশ এবং ওমান দু'দলই যদি শেষ ম্যাচে হারে, তাহলে এক নম্বর দল হিসেবে পরের রাউন্ডে যাবে স্কটল্যান্ড। আর বাকি তিনটি দলের মধ্যে নেট রান-রেটে নির্ধারিত হবে কারা সুপার টুয়েলভে জায়গা পাবে।
এক নজরে দেখে নেয়া যাক চলমান বিশ্বকাপের প্রথম রাউন্ডের পয়েন্ট টেবিল:
গ্রুপ-বি:
১. ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে স্কটল্যান্ড। তাদের নেট রান-রেট +০.৫৭৫।
২. ওমান ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রয়েছে দু'নম্বরে। তাদের নেট রান-রেট +০.৬১৩।
৩. বাংলাদেশ ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে। তাদের নেট রান-রেট +০.৫০০।
৪. পাপুয়া নিউ গিনি ২ ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা রয়েছে গ্রুপের একেবারে শেষে, চার নম্বরে। তাদের নেট রান-রেট -১.৮৬৭।
গ্রুপ-এ:
১. শ্রীলঙ্কা ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +২.৬০৭।
২. আয়ারল্যান্ড ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +১.৭৫৫।
৩. নেদারল্যান্ডস ১টি ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা তিন নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট -১.৭৫৫।
৪. নমিবিয়াও ১টি ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা রয়েছে গ্রুপের একেবারে শেষে চার নম্বরে। তাদের নেট রান-রেট -২.৬০৭।
এনএস//