ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ২০ অক্টোবর ২০২১

পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে লঙ্কান শিবিরে ধস নামান জশ লিটল

পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে লঙ্কান শিবিরে ধস নামান জশ লিটল

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ড। আবুধাবিতে বুধবার রাতে 'এ' গ্রুপের এই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে আইরিশ বোলারদের তোপের মুখে মাত্র ৮ রানেই তিন টপ অর্ডারকে হারিয়ে বিপদে পড়েছে শ্রীলঙ্কা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভারে তাদের সংগ্রহ ওই তিন উইকেটে ৬৫ রান। ওপেনার পাথুম নিশাঙ্কা ২০ রানে ক্রিজে আছেন। অন্য প্রান্তে তাঁর সঙ্গে যোগ দেয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা আছেন ৩৭ রানে।

এর আগে পল স্টারলিং ও জস লিটলের তোপের মুখে একে একে কুশল পেরেরা (০), দীনেশ চান্দিমাল (৬) ও আভিষ্কা ফার্নান্ডো (০) আউট হয়ে ফিরলে দ্বিতীয় ওভারে মাত্র ৮ রানেই তিন উইকেট হারিয়ে বসে লঙ্কা।

এসময় পরপর দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন আইরিশ পেসার জশ লিটল। আগের ম্যাচেই অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে টানা চার বলে উইকেট তুলে নিয়ে বিশ্বকাপে ডাবল হ্যাটট্রিকের নজির সৃষ্টি করেন তাঁরই সতীর্থ কার্টিস ক্যাম্পার।

এর আগে এ গ্রুপের দুই দলই একটি করে জয় পেয়েছে। তাই আজ (বুধবার) যে দল জিতবে, সুপার টুয়েলভ তাদের অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, দুশমন্তা চামিরা, মহেশ থিকশানা, লাহিরু কুমারা।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টারলিং, কেভিন ও'ব্রায়েন, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্পার, হ্যারি টেক্টর, নেইল রক, সিমি সিং, মার্ক এডায়ার, জশ লিটল, ক্রেইগ ইয়ং।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি