ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:০৪, ২১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে পরাজিত হলেও স্বাগতিক ওমানের বিপক্ষে জয় পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব থেকেই ছিটকে পড়ার আশঙ্কা কিছুটা হলেও দূর হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এবার সুপার টুয়েলভ নিশ্চিতকল্পে আজ মাস্কাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।

সেই লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্সে। 

সংক্ষিপ্ত ভার্সনে পাপুয়া নিউগিনির বিপক্ষে এই প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে টাইগাররা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারের পর টুর্নামেন্টে বেকাদায় অবস্থায় ফেলে দেয় বাংলাদেশকে। সুপার টুয়েলভে খেলার সমীকরণ কঠিন হয়ে যায়। তবে দ্বিতীয় ম্যাচে ওমানকে ২৬ রানে হারিয়ে লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ।

ম্যাচ জয়ের পাশাপাশি বড় উদ্বেগের বিষয় রান রেটেও বেশ এগিয়েছে বাংলাদেশ। এক জয়ে দুই পয়েন্ট পেয়ে ‘বি’ গ্রুপে তৃতীয়স্থানে আছে বাংলাদেশ। তাদের রান রেট ০ দশমিক ৫০০। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওমান। তাদের রান রেট ০ দশমিক ৬১৩। ওমানের বিপক্ষে ম্যাচের আগে রান রেটে বেশ পিছিয়ে ছিলো বাংলাদেশ। 

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান (কীপার), মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি: লেগা সাইকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আতাই, হিরি হিরি, নরম্যান ভানুয়া, কিপলিন ডোরিগা (কীপার), চাদ সোপার, ড্যামিয়েন রাভু, কবুয়া মোরেয়া।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি