ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুপার টুয়েলভের ‘চ্যালেঞ্জ’ নিতে মুখিয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২২ অক্টোবর ২০২১

টিম বাংলাদেশ

টিম বাংলাদেশ

Ekushey Television Ltd.

প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে যায় দল, তবে ওমানের পর পাপুয়া নিউগিনিকে উড়িয়ে চলমান টি-টোয়েন্টি  বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, এবার সুপার টুয়েলভের চ্যালেঞ্জ নেয়ার জন্য মুখিয়ে আছেন তাঁরা।

বৃহস্পতিবার সপ্তম আসরের সুপার টুয়েলভ নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, ‘এই জয় আমাদের আরও আত্মবিশ্বাস দিবে। সুপার টুয়েলভে সবাই আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আমরা সেই চ্যালেঞ্জ নিয়ে নিজেদের প্রমাণের চেষ্টা করব। সুপার টুয়েলভের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পেরে খুশি।’

স্কটল্যান্ডের কাছে হেরে এবারের বিশ্বকাপ যাত্রার শুরুতেই বাংলাদেশ দল যে ধাক্কাটা খেয়েছিল, ওমানের বিপক্ষেও শঙ্কা ছিল, যার দরুন দলকে জিততে হয়েছে অনেক লড়াই করেই। তবে পাপুয়া নিউগিনিকে সহজভাবে হারানোর পর স্বস্তিতে আছে বাংলাদেশ দল।

রিয়াদের ভাষায়, ‘কিছুটা স্বস্তি তো অবশ্যই আছে। দল ভালো করছে। অবশ্যই আজকে ভালো লাগছে। এই ফরম্যাটে উত্থানপতন থাকবেই, আপনি সবসময় পারফেক্ট গেম খেলতে পারবেন না। কখনও খারাপ দিন যাবে কখনও ভালো দিন যাবে।’

টাইগার অধিনায়ক আরও বলেন, ‘আমাদের ভুলত্রুটি ছিল। চেষ্টা করেছি তা দ্রুত খুঁজে বের করে সমাধান করার। আমরাও মানুষ, আমরাও ভুল করতে পারি। সুপার টুয়েলভে চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী খেলার। বাকিটা আল্লাহর হাতে।’

রিয়াদ মনে করছেন, দলের আত্মবিশ্বাস ধরে রাখাই এই ফরম্যাটে ভালো করার মূল বিষয়। প্রতি ম্যাচে পারফরম্যান্স প্রত্যাশিত থাকবে না জানিয়ে তিনি বলেন, ‘দলের মধ্যে যদি ওই স্থিরতা থাকে তাহলে কাটিয়ে উঠতে পারব। এই ফরম্যাট এমনই যে, এখানে প্রতিদিন পরিকল্পনা কাজে লাগবে না। পারফরম্যান্সের গ্রাফ উঁচু-নিচু থাকবে। তবে দলের আত্মবিশ্বাস যেন কমে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

এদিকে, সুপার টুয়েলভে উঠে গেলেও দলকে নির্ভার না থাকার বার্তা দিয়েছেন অধিনায়ক। সুপার টুয়েলভেও দলের অনেক উন্নতির জায়গা দেখছেন তিনি। রিয়াদ বলেন, ‘নির্ভার হয়ে বসে থাকার সুযোগ নেই। আমাদের আরও উন্নতি করে নিজেদের প্রমাণ করতে হবে। টি-টোয়েন্টিতে ফেভারিট বলতে কিচ্ছু নেই। প্রতিটি দলকেই সমানভাবে নিয়েছিলাম। সামনেও সেটাই করব।’

এদিকে, আগামী ২৩ অক্টোবর আবুধাবিতে বিকেল ৪টায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার টুয়েলভের লড়াই। একইদিন রাত ৮টায় দুবাইতে মাঠে নামবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। 

আর পরদিনই (২৪ অক্টোবর) শারজায় নামবে বাংলাদেশ। প্রথম পর্বে এ গ্রুপের খেলা শেষ না হওয়ায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ যদিও এখনও ঠিক হয়নি। তবে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কাকে পাওয়ার সম্ভাবনাই বেশি। 

এরপর ২৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশের প্রতিপক্ষ ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২৯ অক্টোবর একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর ২ ও ৪ নভেম্বর বাংলাদেশের দুই প্রতিপক্ষ যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ম্যাচদুটি হবে আবুধাবি ও দুবাইয়ে। সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিটি ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি