ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাত্র ৫৫ রানেই গুটিয়ে গেল উইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ২৩ অক্টোবর ২০২১

মাত্র ২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন আদিল রশিদ

মাত্র ২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন আদিল রশিদ

Ekushey Television Ltd.

২০১৬ সালের সেই ফাইনালের স্মৃতি নিয়েই মাঠে নেমেছিল দুই দল। সেবার হারলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়নদেরকে মাত্র ৫৫ রানেই অলআউট করে এখন প্রতিশোধের নেশায় মত্ত ইংল্যান্ড। 

শনিবার (২৩ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত রাতের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। দলটির ব্যাটাররা সবাই একে একে আসা-যাওয়ার মিছিলে অংশ নেয়ায় নির্ধারিত পুরো ওভার খেলতেও পারেনি উইন্ডিজ। ইংলিশ বোলিং তাণ্ডবে ১৪.২ ওভারেই গুটিয়ে গেছে মাত্র ৫৫ রান তুলতেই।

একেরপর এক সজেঘরে ফেরেন লেন্ডন সিমন্স, এভিন লুইস, শিমরন হেটমায়ার, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল ও কায়রন পোলার্ডের মতো বাঘা বাঘা ব্যাটাররা। এদের মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে ডাবল ফিগার স্পর্শ করার যোগ্যতা দেখান দ্য ইউনিভার্সাল বস খ্যার ক্রিস গেইল। 

দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান আসে এই ব্যাটিং দানবের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কই স্পর্শ করতে পারেনি আর কেউই। দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান করেন হেটমায়ার। যার ফলে এবারের বিশ্বকাপে লজ্জাজনক ওই স্কোর গড়ে ক্যারিবীয়রা।

উইন্ডিজকে ধসিয়ে দেয়া ইংলিশ বোলারদের মধ্যে ১৪টি বল হাত ঘুরিয়ে মাত্র দুটি রান দিয়ে ৪টি উইকেট নিয়ে সফল বোলার ছিলেন লেগ স্পিনার আদিল রশিদ। স্পিনে দুর্বল ক্যারিবীয়দের দুটি উইকেট শিকার করেন আরেক স্পিনার মঈন আলী। 

স্পিনারদের এমন সাফল্যের দিনে কম যাননি ইংলিশ পেসাররাও। তিন পেসারের মধ্যে টিমাল মিলস ২টি এবং ক্রিস ওকস ও ক্রিস জর্দান একটি করে উইকেট ভাগাভাগি করেন।

এর আগে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ওয়েষ্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: 
এভিন লুইস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, নিকোলাস পুরান (কীপার), শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন, রবি রামপল, ওবেড ম্যাককয়।

ইংল্যান্ড একাদশ: 
জেসন রয়, জস বাটলার (কীপার), দাউদ মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টিমাল মিলস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি