অপয়া শারজায় অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ
প্রকাশিত : ২১:৫৯, ২৩ অক্টোবর ২০২১ | আপডেট: ২২:০৬, ২৩ অক্টোবর ২০২১
শারজা ক্রিকেট স্টেডিয়াম
সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। রোববার বিকাল ৪টার এ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শারজায় মূলত এ ম্যাচটি দিয়েই টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে টাইগারদের।
শারজায় অবশ্য আগেও খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের। তবে সেই অভিজ্ঞতা ঢেকে আছে ধুলো-বালিতে। কেননা, সেই ১৯৯৫ সালের ৮ এপ্রিল শারজায় সর্বশেষ ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে সর্বমোট পাঁচটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তবে শারজার স্মৃতি সুখকর নয়, কেননা সবকটি ম্যাচেই হেরেছে দল।
১৯৯০ সালে শারজাতে সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে টাইগাররা। অস্ট্রাল-এশিয়া কাপ নামে সেই টুর্নামেন্টের চতুর্থ ও ষষ্ঠ ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ১৬১ রানে ও অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ।
এরপর ১৯৯৫ সালে শারজায় অনুষ্ঠিত পেপসি এশিয়া কাপে আরও তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। যেখানে ভারতের কাছে ৯ উইকেটে, শ্রীলঙ্কার কাছে ১০৭ রানে এবং পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারে টাইগাররা।
১৯৯৫ সালের পর শারজাতে আরও কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ। ২৬ বছর পর আবারো এ ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে টাইগাররা। তাও সেই পুরনো প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে। টাইগারদের জন্য অপয়া শারাজা কি এবার পয়মন্ত হবে? দিবে কী সুখকর ফল উপহার? এর উত্তরটা অবশ্য জানা যাবে রোববার সন্ধ্যাতেই।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
এনএস//