ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিশ্বসেরার বিশ্বরেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ২৪ অক্টোবর ২০২১ | আপডেট: ২২:৫৩, ২৪ অক্টোবর ২০২১

সাকিবকে ঘিরে উদ্বেলিত টিম বাংলাদেশ

সাকিবকে ঘিরে উদ্বেলিত টিম বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় রাউন্ডে প্রথম জয়ের স্বাদ পেতে রোববার (২৪ অক্টোবর) চলতি আসরের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও উল্টো শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচে দুটি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন সাকিব আল হাসান।

ইনিংসের চতুর্থ বলেই নাসুমের স্পিনে পরাস্ত হয়ে উইকেট হারান লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস (১)। এরপর চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসে এসে টাইগার বোলারদের উপর তাণ্ডব চালালে রীতিমত দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। তবে বিশ্বসেরা সাকিবেই মেলে রক্ষা। 

ইনিংসের ৯ম ওভারে আক্রমণে এসে নিজের স্পিন ভেল্কিতে চার বলের ব্যবধানে সাজঘরে ফেরান ২১ বলে ২৪ করা পাথুম নিসাঙ্কা ও আভিস্কা ফার্নান্ডোকে (০)। আর এর মাধ্যেমেই সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদিকে (৩৯) ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেরা উইকেট শিকারী বনে যান সাকিব (৪১)।

তবে শেষ পর্যন্ত নিজের এই মাইলফলক অর্জনের দিনে শেষ হাসি হাসতে পারেননি সাকিব। কারণ, ফিল্ডারদের ক্যাচ মিসে ও বোলারদের হতাশার দিনে গোটা ম্যাচটাই যে মিস হয়ে যায়। তবে সাকিবের ব্যক্তিগত এই অর্জনের দিনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান-সাবেকদের অনেকেই।

এর আগে শারজা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া এ ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে নাঈম-মুশফিকের জোড়া ফিফটিতে চড়ে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোরই গড়ে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন নাঈম। আর মুশফিক খেলেন অপরাজিত ৫৭ রানের ইনিংস।

তবে ৪৯ বলে ৮০ রানের এক অসাধারণ ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচ সেরা হন লঙ্কান ব্যাটার চারিথ আসালাঙ্কা। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি