ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দুর্দান্ত সালাহ’র হ্যাটট্রিকে উড়ে গেল ইউনাইটেড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২৫ অক্টোবর ২০২১

মোহামেদ সালাহ’র হ্যাটট্রিকে ভর করে ৫-০ ব্যবধানে হ্যাওল্ড ট্র্যাফোর্ড থেকে দুর্দান্ত জয় নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল। এক কথায় ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে পাত্তাই পেল না ম্যানচেস্টার ইউনাইটেড। 

ক্রিস্টিয়ান রোনালদো যেখানে বিবর্ণ, সেখানে হ্যাটট্রিকের আলো ছড়িয়েছেন মোহামেদ সালাহ। তার হ্যাটট্রিকে ভর করেই রোববার এ দুর্দান্ত জয়।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিভারপুল। ফলে সালাহদের গতিশীল ফুটবলের কাছে অসহায় আত্মসমর্পণ করে ম্যান ইউয়ের রক্ষণ।

ম্যাচের পঞ্চম মিনিটে নাবি কেইতা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো জটা। দুই অর্ধ মিলিয়ে ১২ মিনিটে হ্যাটট্রিক উপহার দেন সালাহ। দারুণ এ জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। দুঃস্বপ্নময় হারে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড। 

২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২০।

এদিকে সুপার সানডেতে আরও একটি মেগা ম্যাচের দিকে নজর ছিল ফুটবল বিশ্বের। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ। বছর তিনেক আগে হলেও যে ম্যাচের দিকে অধীর আগ্রহে অপেক্ষা করতেন ফুটবলপ্রেমীরা। মেসি-রোনাল্ডো না থাকায় এল ক্লাসিকোর জৌলুস কমেছে। কিন্তু ম্যাচের উত্তেজনা কমেনি। মেসি পরবর্তী যুগের প্রথম এল-ক্লাসিকোতে রিয়ালের কাছে হেরে গেল বার্সেলোনা। 

এদিন ম্যাচের প্রথম গোলটি রিয়াল মাদ্রিদ পায় ২৯ মিনিটে। মাদ্রিদিস্তাদের এগিয়ে দেন আলাবা। দ্বিতীয় গোলটি পান ভাসকেজ। তিনি গোল করেন ইনজুরি টাইমে। ইনজুরি টাইমেই গোল করে বার্সা সমর্থকদের সান্ত্বনা পুরস্কার দেন আগুয়েরো। ম্যাচ শেষ হয় ২-১ গোলে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি