ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রোটিয়া তোপে মাঝারি সংগ্রহ উইন্ডিজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ২৬ অক্টোবর ২০২১

১২ বলে ১২ রান করেই আউট হন ক্যারিবীয়দের বড় তারকা ক্রিস গেইল

১২ বলে ১২ রান করেই আউট হন ক্যারিবীয়দের বড় তারকা ক্রিস গেইল

Ekushey Television Ltd.

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজ নিজ প্রথম ম্যাচে হারা দু’দলই আজ মাঠে নেমেছে প্রথম জয়ের খোঁজে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও আগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার বোলিং তোপের মুখে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম প্রথম তিন ওভারে মাত্র ৬টি রান সংগ্রহ করলেও চতুর্থ ওভার থেকেই চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ১০ ওভারেই ৬৫ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

যার মধ্যে একাই ৩২ বলে ফিফটি পূরণ করেন ক্যারিবীয় মারকুটে ওপেনার এভিন লুইস। তবে আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ঝোড়ো ব্যাটার। একাদশ ওভারেই কেশব মহারাজের বলে ডিপ মিড উইকেটে রাবাদার হাতে ধরা পড়ার আগে ৩৫ বলে ছয়টা বিশাল ছক্কার সঙ্গে তিনটি চারের মারে ৫৬ রান আসে লুইসের ব্যাট থেকে।

লুইস ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে অধিনায়ক পোলার্ডের ব্যাট থেকে। এছাড়া গেইলসহ অন্যরা বলার মতো রান করতে ব্যর্থ হলে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে মাঝারি ওই স্কোর গড়তে সমর্থ হয়ে ক্যারিবীয়রা। 

বিশেষ করে শেষ তিন ওভারে মাত্র ২১ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে উইন্ডিজকে বেঁধে রাখে প্রোটিয়া বোলার-ফিল্ডাররা। দলটির পক্ষে দুই ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো ডোয়াইন প্রিটোরিয়াস। 

এছাড়া ২৪ রানে ২টি উইকেট তুলে নেন কেশব মহারাজ। আর একটি করে উইকেট পান কাগিসো রাবাদা ও অ্যানরিক নরকিয়া। তবে নিজের কোটায় মাত্র ১৪ রান দেন নরকিয়া। 

তবে তিন ওভারে ৩৭ রান দিয়েও কোনো উইকেট পাননি এই ফরম্যাটের সেরা বোলার তাবরাইজ শামসি। অন্যদিকে, ৩৫টি বল খেলে মাত্র ১৬ রান করে উইন্ডিজকে ডোবান ওপেনার লেন্ডল সিমন্স। 

এর আগে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটে হার মানে অস্ট্রেলিয়ার কাছে। আর ওয়েস্ট ইন্ডিজকে তো রীতিমতো উড়িয়ে দেয় ইংল্যান্ড। ৫৫ রানে অলআউট হয়ে লজ্জার মুখে পড়েন গেইল-পোলার্ডরা।

এই দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে দক্ষিণ আফ্রিকা। উইন্ডিজের ৬ জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয় ৯ ম্যাচে। সেই সংখ্যাটাকেই আজ বাড়িয়ে নিতে চাইবে টেম্বা বাভুমার দল। তবে আসরের বর্তমান চ্যাম্পিয়নরাও আজকের ম্যাচ দিয়েই চাইবে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে।

একনজরে দুই দলের একাদশ:
ওয়েস্ট ইন্ডিজ: এভিন লুইস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন, হেইডেন ওয়ালশ, রবি রামপাল।

দক্ষিণ আফ্রিকা: রিজা হেন্ড্রিকস, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিক নরকিয়া, তাবরাইজ শামসি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি