ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কঠিন দুঃসময়েও দলের সমর্থন পাচ্ছেন লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২৬ অক্টোবর ২০২১

লিটন দাস

লিটন দাস

স্কটল্যান্ডের কাছে হেরে কষ্টেশিষ্টে সুপার টুয়েলভে জায়গা করে নিলেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে আবারো তুমুল সমালোচনার মুখে টিম বাংলাদেশ। ম্যাচে দুটি ক্যাচ ছেড়ে রীতিমত খলনায়ক বনে গেছেন লিটন দাস। যাকে নিয়ে সামাজিক মাধ্যমে যথারীতি ধুয়ে দিচ্ছেন ভক্তদের একটা বড় অংশ। তবে এই দুঃসময়েও দলের সমর্থন পাচ্ছেন টাইগার এই ওপেনার।

উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবেই খ্যাত। তার ওই দুটি ক্যাচ ছাড়ার খেসারৎ হিসেবে বাংলাদেশ ম্যাচ হারলেও দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন জানালেন, দল লিটনের পাশে আছে এবং সবসময়ই তার গুরুত্ব তুলে ধরছে।
 
ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘লিটন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বহুদিন ধরেই। সে আমাদের সেরা ফিল্ডারদেরও একজন। দুটি ক্যাচ ছেড়ে দেয়ায় দল তার অবদান খর্ব করছে না।’

গিবসনের মতে, লিটনের মতো এমন ভুল করতে পারেন দলের যে কেউই। তাই এই বিষয়টি নিয়ে দলের দুর্ভাবনা নেই। টাইগারদের এই বোলিং কোচ স্পষ্ট করেই বলেন, ‘এই দুই ক্যাচ ধরলে হয়তো ম্যাচের ফলাফল বদলে যেতে পারত- এ কারণেই লিটনকে নিয়ে এত সমালোচনা হচ্ছে। তবে আমরা তাকে সমর্থন দিচ্ছি। তার মান সম্পর্কে মনে করিয়ে দিচ্ছি, তার গুরুত্ব ও ভূমিকা বোঝাচ্ছি। লিটনের জায়গায় অন্য খেলোয়াড় হলেও সেটাই হত।’

ফিল্ডিংয়ে আবারও দারুণ পারফর্ম করলে লিটনকে নিয়ে চলমান সব সমালোচনা বন্ধ হয়ে যাবে- দাবি করে ওটিস বলেন, ‘দলের বাইরে কী হচ্ছে তা আমাদের নিয়ন্ত্রণে নেই। সামাজিক মাধ্যমে মানুষ কী বলছে- তা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। দলের মধ্যে যা আছে তা নিয়ন্ত্রণ করতে পারি। আরও চারটি ম্যাচ আছে। বুধবার একটি ভালো ক্যাচ ধরলেই সবাই তাকে নিয়ে ভাবনা বদলে ফেলবে।’

গিবসনের কথা মতোই বুধবার (২৭ অক্টোবর) সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। আবু ধাবিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। গুরুত্বপূর্ণ এ ম্যাচেও একাদশে সুযোগ পেতে পারেন ব্যাট হাতে টানা ব্যর্থতার পরিচয় দেয়া ওপেনার লিটন দাস।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): 
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি