ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে আজও বোলিংয়ে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ২৬ অক্টোবর ২০২১

টসকালে হাস্যোজ্জল দুই অধিনায়ক

টসকালে হাস্যোজ্জল দুই অধিনায়ক

Ekushey Television Ltd.

ভারতে বড় ব্যবধানে হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এবার নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। শারজায় অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে আবারো আগে বোলিং নিয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম। 

তবে ব্যাটিংয়ে নেমে শাহিন আফ্রিদির প্রথম ওভারে কোনো রান নিতে না পারলেও পরের পাঁচ ওভারে চার-ছক্কা হাঁকিয়ে ২৯ রান তুলে নিয়েছে নিউজিল্যান্ড। মার্টিন গাপ্টিল ১২ রানে এবং ড্যারিল মিচেল ১৭ রানে ক্রিজে আছেন।

পাকিস্তান এবার নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় দিয়ে। অন্যদিকে এই আসরে এটিই প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেইফার্ট,  জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি