ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

অবশেষে সেই নাসুমেই মিলল ব্রেক-থ্রু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ২৭ অক্টোবর ২০২১

নাসুম আহমেদ

নাসুম আহমেদ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে মাত্র ১২৪ রানের স্কোর গড়তে পারে বাংলাদেশ। লো-স্কোরিং এই ম্যাচে বোলিংয়ে নেমে যে অ্যাপ্রোচটা দরকার ছিল, তা দেখা যায়নি রিয়াদের ডিসিশনে। তবে শেষ পর্যন্ত পঞ্চম ওভারে আক্রমণে এসেই দলকে ব্রেক-থ্রু পাইয়ে দেন নাসুম আহমেদ।

যাতে ৪০ রানের মাথায় গিয়ে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। একটি করে চার-ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ১৮ করে নাঈম শেখের তালুবন্দি হয়ে ফেরেন মারকুটে জস বাটলার। তবে ব্যাটে তাণ্ডব চালাচ্ছেন জেসব রয়, অপরাজিত আছেন ২১ বলে ৩৬ করে। 

এর আগে ১২৪ রানের পুঁজিকে ডিফেন্ড করতে নেমে শুরুতেই সাকিবের হাতে বল তুলে দেন রিয়াদ। যে ওভারে এক বাউন্ডারি খেয়ে ৭ রান দেন সাকিব। পরের ওভারের শেষ দুই বলে দুই চার হজম করে মোট ১১ রান দেন মুস্তাফিজ। আর নিজের দ্বিতীয় ওভার করতে এসে এক ছক্কায় ১০ রান দেন সাকিব। 

যাতে তিন ওভারেই ২৮ রান তুলে জয়ের রিদয় পেয়ে যায় দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও জস বাটলার। এরপরও বারবার নতুন বলে উইকেট এনে দেয়া নাসুম অথবা মাহেদীকে আক্রমণে আনেননি অধিনায়ক রিয়াদ। চতুর্থ ওভারে বিশ্বকাপে অভিষিক্ত শরিফুলকে ট্রাই করেও সাফল্য না পেলে অবশেষে পঞ্চম ওভারে নাসুমকে এনেই দেখা পান কাঙ্ক্ষিত ব্রেক-থ্রুর।  

এর আগে আবুধাবিতে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৬ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। যেখান থেকে মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৪ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।

ইংলিশদের আঁটসাঁট বোলিংয়ের সামনে এদিন বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ দুই স্কোরার ছিলেন দুই ভায়রাই। এর মধ্যে ছোটজন মুশফিকের ব্যাট থেকে আসে ২৯ রান। আর অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ১৯ রান। তবে শেষ দিকে দুটি ছক্কা ও একটি চারের মার মেরে মাত্র ৯ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলে দলের স্কোরকে ১২৪ রানে নিয়ে যান বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি