সাকিব ছুঁলেই সোনা, ব্যর্থ হলেই নোনা!
প্রকাশিত : ২৩:০৭, ২৭ অক্টোবর ২০২১ | আপডেট: ২৩:৩৪, ২৭ অক্টোবর ২০২১
সাকিব আল হাসান
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি সফল হলেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে টাইগাররা। আর ব্যর্থ হলেই নিতান্ত সাদামাটা দেখায় দলকে, যেন বিল্ডিংয়ে ধরা নোনার মতোই খসে পড়ে বাংলাদেশ! চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিক সেরকম চিত্রই দেখা যাচ্ছে বারবার।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত খেলা ৫টি ম্যাচের মধ্যে সাকিবের জন্যই মাত্র ২টি জয় পেয়েছে বাংলাদেশ। তাও আবার সহযোগী দুটি দলের বিপক্ষেই।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সাকিব বল হাতে নজর কাড়লেও ব্যাট হাতে ছিলেন না পরিচিত ছন্দে। ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়ে স্কটল্যান্ডকে ৯ উইকেটে ১৪০ রানে বেঁধে রাখতে সাহায্য করেন তারকা অল-রাউন্ডার। তবে তাঁর ২৮ বলে ২০ রানের ইনিংস দলের কাজে লাগেনি। রঙহীন সাকিবে তাই বাংলাদেশও আটকে যায় ৭ উইকেটে ১৩৪ রানে। ম্যাচ হারে মাত্র ৬ রানে।
দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে সাকিব ব্যাট হাতে ২৯ বলে ৪২ রান করেন। ১৫৩ রান তোলে বাংলাদেশ। বল হাতে ২৮ রানে নেন ৩ উইকেট। ওমান আটকে যায় ৯ উইকেটে ১২৭ রানে। ২৬ রানে ম্যাচ জেতে বাংলাদেশ। ম্যাচের সেরা হন সাকিব।
তৃতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষেও কথা বলে সাকিবের ব্যাট, ৩৭ বলে করেন ৪৬ রান। বাংলাদেশ ৭ উইকেটে তোলে ১৮১ রান। বল হাতে সাকিব মাত্র ৯ রানে নেন ৪টি উইকেট। যার ফলে ৯৭ রানেই অল-আউট হয়ে যায় পিএনজি। ৮৪ রানে ম্যাচ জেতে বাংলাদেশ। ম্যাচের সেরা হন সাকিব।
চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে ৭ বলে ১০ রান করে আউট হন সাকিব। বাংলাদেশ ৪ উইকেটে তোলে ১৭১ রান। পরে ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিলেও ৫ উইকেটে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশ ম্যাচ হারে ৫ উইকেটের ব্যবধানে।
আর বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হন সাকিব আল হাসান। ৭ বলে ৪ রান করে আউট হলে বাংলাদেশও আটকে যায় ৯ উইকেটে মাত্র ১২৪ রানে। বল হাতে নিয়ে শাকিব ২৪ রান খরচ করে কোনও উইকেট না পেলে, অতি সহজেই ২ উইকেটে ১২৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। বাংলাদেশ হার মানে ৮ উইকেটের বড় ব্যবধানে।
যার ফলে এখন সেমিফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেছে টাইগারদের। তবে ব্যক্তিগত পারফর্মে নিজেকে উচ্চতায় নিয়ে গেছেন সংক্ষিপ্ত দুই ফরম্যাটের এই বিশ্বসেরা অলরাউন্ডার। বল হাতে পাঁচ ম্যাচে ১১টি উইকেট নিয়ে আছেন শীর্ষেই, আর ব্যাট হাতে ১২২ রান নিয়ে আছেন চার নম্বরে। ১৩৫ রান নিয়ে ব্যাটারদের শীর্ষে মুশফিকুর রহিম।
এনএস//