ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

র‍্যাংকিংয়ে বাংলাদেশ এখন আফগানিস্তানের পেছনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ২৮ অক্টোবর ২০২১

ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৬ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে স্কটল্যান্ড, সুপার টুয়েলভে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে হারের কারণে ফের পিছিয়ে গেল বাংলাদেশ।

আইসিসি কর্তৃক সদ্য প্রকাশিত র‍্যাংকিংয়ে দেখা যায়, বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে চলে গেছে ৮ নম্বরে। আর আফগানিস্তান উঠে এসেছে ৭ নম্বরে। তারা সুপার টুয়েলভে ইতিমধ্যে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে।

র‍্যাংকিংয়ে এখন শীর্ষে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দলকে হারিয়েছে ইংলিশরা।

২ নম্বরে আছে ভারত, তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা, ছয় নম্বরে অস্ট্রেলিয়া।

এছাড়া শ্রীলঙ্কার অবস্থান ৯ নম্বরে এবং তালিকার ১০ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি