ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফাইনালে ভারত-পাকিস্তানকে চান সাকলাইন মুস্তাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ২৯ অক্টোবর ২০২১ | আপডেট: ১১:২৩, ২৯ অক্টোবর ২০২১

সাকলাইন মুস্তাক

সাকলাইন মুস্তাক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান কিংবদন্তি অফ স্পিনার সাকলাইন মুস্তাক। তবে দুই দলের মধ্যে পরস্পরের প্রতি ভালবাসা ও মানবতার বিষয়টিও চান পাকিস্তানের অন্তবর্তীকালিন এই কোচ।

ভারতের বিপক্ষে নিজ দলের বড় জয় ছাড়াও দুই দলের সৌহার্দ্যের মুহূর্তগুলো বড় করে দেখেছেন পাকিস্তান দলের এই কোচ। তার কাছে বেশি আকর্ষনীয় মুহূর্ত ছিল ম্যাচের পর মোহাম্মদ রিজওয়ানের ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে জড়িয়ে ধরা এবং পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ধোনির কথা বলা।

আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে এক সংবাদ সম্মেলনে সাকলাইন বলেন, ‘ম্যাচের ফলাফল যাই হোক না কেন, আমাদের খেলোয়াড়দের সঙ্গে বিরাট কোহলি ও ধোনির আলিঙ্গনের বিষয়টি বিশ্ব ক্রিকেটের জন্য অসাধারণ বিষয়। ভারত-পাকিস্তানের ম্যাচের ফলাফলের চেয়েও আমার কাছে বেশি ভাল লেগেছে ম্যাচের পর ভালবাসা ও মানবতার জয় দেখে।’

সকলাইন বলেন, ‘এটি একটি খেলা, যেখানে জয়-পরাজয় থাকবেই। আমি অভিবাদন জানাই বাবর, রিজওয়ান, দানি, বিরাট, ধোনিদের। কারণ গোটা বিশ্ব ও দুই দেশকে তারা দারুন একটি বার্তা পৌঁছে দিয়েছেন। আমি সব সময় বলে থাকি, ভালবাসার জয় হোক, আর ঘৃনা নিপাত যাক।’

সেরা আরও একটি দৃশ্যের অবতারণার জন্য ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চান পাকিস্তানের প্রধান এই কোচ। 

তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তান যদি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে গোটা ক্রিকেট বিশ্ব দারুন আনন্দ পাবে। যেহেতু দেশ দুটি প্রতিবেশী, তাই ক্রিকেটের জন্যও এটি ভালো হতো। আর দুই দেশ ফাইনালে খেলতে পারলে পারস্পরিক সম্পর্কও আরও বেড়ে যেত।’
    
টুর্নামেন্টে ভারতকে ফেভারিট দলগুলোর একটি বলে স্বীকার করেছেন সাকলাইন। বলেন, ‘তারা খুবই শক্তিশালী দল। ইংল্যান্ডও ভাল খেলছে। তারাও ফেভারিট। আর অস্ট্রেলিয়া তো যে কোন টুর্নামেন্টে আসে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই।’

তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কোন কোন ছাড় দিবে না পাকিস্তান। সাকলাইন বলেন, ‘আফগানিস্তানের দারুন বোলিং আক্রমণ রয়েছে, বিশেষ করে তাদের স্পিন। যখন খেলতে নামবে তখন শুধু খেলাটাই মুখ্য থাকে। লক্ষ্য থাকে পরিকল্পনা অনুযায়ী খেলার, তারা ভয়-ডরহীন ক্রিকেট খেলে। আমার মনে হয় এই জাতীয় দল খুবই বিপজ্জনক।’

পাকিস্তান কোচ বলেন, ‘বিশ্বকাপে একটি জয় হচ্ছে মেগাজয়। সব দলের বিপক্ষে আপনাকে একই সামর্থ্য ও একই মেজাজ নিয়ে খেলতে হবে। ম্যাচ জয়ের জন্য একই ধরনের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রাখতে হবে। যেমনটি অন্য সব বড় দলের বিপক্ষে করে থাকেন। আফগানিস্তান এর বাইরে নয়।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি