ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবি-নাইবের ব্যাটে ছুটছে আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ২৯ অক্টোবর ২০২১ | আপডেট: ২১:২৯, ২৯ অক্টোবর ২০২১

২২ রানে আউট হন নজিবুল্লাহ জাদরান

২২ রানে আউট হন নজিবুল্লাহ জাদরান

Ekushey Television Ltd.

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নেয় বাবর আজমের দল। দুর্দান্ত দুটি জয়ের পর এবার হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার (২৯ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে টস হেরে বোলিংয়ে নেমে ৩৯ রানেই প্রতিপক্ষের ৪টি উইকেট তুলে নেয় পাকিস্তান।

পরে আরও দুটি উইকেট হারিয়ে ১৬ ওভারে ১০১ রান তুলেছে আফগানিস্তান। মোহাম্মদ নবি ২০ রানে ক্রিজে আছেন। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। তবে ব্যাটিংয়ে নেমে ফর্মে থাকা পাক বোলারদের তোপের মুখে ৩৯ রানের মধ্যেই একে একে ৪টি উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে প্রথম ম্যাচে স্কটিশদের উড়িয়ে দেয়া আফগানিস্তান।

দুই মারকুটে ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ আউট হয়েছেন যথাক্রমে শূন্য ও ৮ রান করে। এরপর সমান ৭ বল খেলে সমান ১০ রান করে আউট হন রহমানুল্লাহ গুরবাজ ও আসগর আফগান। পাক বোলারদের মধ্যে আফ্রিদি, ইমাদ, হারিস ও হাসান প্রত্যেকে একটি করে উইকেট দখল করেন।

এদিকে, গ্রুপ টু’তে দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট তালিকার এক নম্বরে আছে পাকিস্তান। অন্যদিকে, একমাত্র ম্যাচেই জিতেছে আফগানিস্তান।

আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), আসগর আফগান, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান।

পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি