ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাঠেই লুটিয়ে পড়েন অ্যাগুয়েরো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ৩১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৮:১৮, ৩১ অক্টোবর ২০২১

মাঠেই লুটিয়ে পড়েন অ্যাগুয়েরো

মাঠেই লুটিয়ে পড়েন অ্যাগুয়েরো

Ekushey Television Ltd.

বার্সেলোনার হয়ে খেলতে নেমে শ্বাসকষ্টে ভোগায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সার্জিও অ্যাগুয়েরোকে। শনিবারের এ ম্যাচে আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে কাতালান জায়ান্টরা।

ক্যাম্প ন্যু-তে অনুষ্ঠিত লা লিগার এ ম্যাচে ৪১ মিনিটে বুকে চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। ফলে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। তবে তার মূল সমস্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

মাঠেই অবশ্য কয়েক মিনিট ধরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা এই তারকাকে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘অ্যাগুয়েরো শ্বাসকষ্ট বোধ করছিলেন। কার্ডিয়াক পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

কোম্যান পরবর্তী বার্সার অন্তবর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান বলেন, ‘আমার প্রশ্নের জবাবে সে শুধু বলেছে মাথা ঘুরছে। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়।’

এদিকে, ম্যাচের ৪৯তম মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন মেমফিস ডিপাই। কিন্তু ৫২ মিনিটে আলাভেসের হয়ে গোলটি পরিশোধ করেন লুইস রিওজা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি