ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ৩১ অক্টোবর ২০২১

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

উইন্ডিজের বিপক্ষে ম্যাচেই চোটে পড়েছিলেন, সেই চোটের কারণেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সুপার টুয়েলভে বাংলাদেশের বাকি দুই ম্যাচেই খেলা হবে না বিশ্বসেরা এই তারকার।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাকিবের ম্যাচ খেলার মত অবস্থা নেই। তার চোটের উন্নতি হয়নি। ম্যাচ খেলার মত ফিট নয় সে।

শুধু সাকিব একা নন, উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানও ইনজুরি আক্রান্ত। তাকেও রেস্টে রাখা হয়েছে। বিসিবির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোহনকে এক নভেম্বর পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারপর মেডিকেল টিম তাঁর ব্যাপারে ডিসিশন নিবে যে, তিনি খেলার জন্য ফিট কিনা। 

অন্যদিকে, হ্যামস্ট্রিং ইনজুরি আক্রান্ত সাকিবকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বিসিবি মেডিকেল টিম জানায়, ‘সাকিবের চোট সেরে ওঠেনি। পরের দুই ম্যাচে কোনোভাবেই তার খেলার সম্ভাবনা নেই। সোমবার কিংবা পরশু ম্যাচের দিন সাকিব হোটেল ছাড়বেন। যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন।’

বিসিবির জানানো তথ্য মতোই সোমবার অথবা মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন সাকিব।

এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। যদিও সেই চোট নিয়েই ব্যাটিং ও বোলিংয়ের গুরুদায়িত্ব পালন করেন তিনি। মেডিকেল টিম তাকে দুই দিন পর্যবেক্ষণে রাখে।

এদিকে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছাড়াই আগামী ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের শেষ দুটি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। সুপার টুয়েলভে টানা তিন ম্যাচেই হেরে এখন আনুষ্ঠানিকতা সারার অপেক্ষায় রিয়াদ বাহিনী।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি