ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকায় ১০৪, অন্য বিভাগে ৪২ ডেঙ্গু রোগী ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩১, ৩১ অক্টোবর ২০২১

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন  হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১৪৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১০৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪২ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৭৬২ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত  হয়ে হাসপাতালে মোট ২৩ হাজার ৬৫৫ জন ভর্তি হয়েছে।  

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ হাজার ৮০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৬১১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৫১ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯১ জন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি