ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

দুই ম্যাচ পর জয় পেল অ্যাথলেটিকো মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১ নভেম্বর ২০২১

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় জয়ের ধারায় ফিরলো অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়াল বেটিসকে ৩-০ গোলে হারিয়েছে তারা। আগের দুই ম্যাচেই পয়েন্ট হারিয়েছিল মাদ্রিদের ক্লাবটি।

রোববার রাতে ঘরের মাঠে খেলার প্রথম থেকেই রিয়াল বেটিসের উপর আধিপত্য দেখায় অ্যাথলেটিকো মাদ্রিদ। 

২৬ মিনিটে শুরুটা করেন স্ট্রাইকার ইয়ানিক ক্যারাস্কো। কোরেয়ার সহায়তায় স্কোরশিটে নাম তোলেন ক্যারাস্কো। এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে অ্যাথলেটিকো। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল বেটিসের আত্মঘাতি গোলে ২-০তে লিড পায় স্বাগতিকরা। আর খেলার ৮০ মিনিটে অ্যাথলেটিকোর হয়ে গোল করেন জোয়াও ফেলিক্স। 

২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর এক পয়েন্ট কম নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে রিয়াল বেটিস।

অপরদিকে, ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ’তে রোমার মাঠ থেকে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে এসি মিলান। চলতি আসরে এটি তাদের দশম জয়। ২৫ মিনিটে ইব্রাহিমোভিচ গোল করলে প্রথমার্ধে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ডিফেন্ডার কেসি। তবে, যোগ করা সময়ে রোমার হয়ে এল শারাওয়ে গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি তারা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি