ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এখনই সব শেষ হয়ে যায়নি: কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ১ নভেম্বর ২০২১

বিরাট কোহলি

বিরাট কোহলি

Ekushey Television Ltd.

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও হার মানে ফেভারিট ভারত। বাবর আজমদের কাছে ১০ উইকেটে পরাজয়ের পর কিউইদের কাছে ৮ উইকেটে হারে টিম ইন্ডিয়া। 

টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালের পথ এখন কঠিন হয়ে পড়েছে ভারতের জন্য। তবে এখনই সব কিছু শেষ হয়ে যায়নি বলেই মনে করেন দলটির অধিনায়ক বিরাট কোহলি।

নিউজিল্যান্ডের কাছে হারের কারণ হিসেবে ভারতের অধিনায়ক জানান, ব্যাটে-বলে সহসী ছিলো না ভারত। 
ম্যাচ শেষে কোহলি বলেন, ‘অদ্ভুত লাগছে। ব্যাট বা বল কোনটাতেই আমরা সাহসী ছিলাম না। মাঠে নামার পর থেকেই আমাদের মধ্যে সাহসের অভাব লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে নিউজিল্যান্ড আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। প্রথম ওভার থেকেই তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করে এবং সেটি ধরেও রাখে শেষ পর্যন্ত। ব্যাটিংয়ের সময়ও কেমন যেন দ্বিধাগ্রস্তই ছিলাম আমরা।’

ব্যাটারদের পারফরমেন্সে হতাশ কোহলি বলেন, ‘ব্যাটিংয়ে প্রতিবারই বড় শটের চেষ্টা করে আমরা উইকেট হারিয়েছি। টি-টোয়েন্টি ক্রিকেটে সেটা হতেই পারে। কিন্তু এখানে সম্ভবত ব্যাট হাতে মনে সংশয় ছিলো ব্যাটারদের। 

ভারতীয় দল কি প্রত্যাশার চাপ নিতে পারছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘ভারতের হয়ে খেলতে নামলে প্রত্যাশা থাকবেই। চাপও নিতে হবে। তাই যে ম্যাচেই আমরা মাঠে নামবো, চাপ সামলাতেই হবে। ভারতের হয়ে খেলতে গেলে এই চাপের সঙ্গেই নিজেকে মানিয়ে নিতে হবে। দল হিসেবে ঐক্যবদ্ধ হলে এই চাপ কাটিয়ে ওঠা সম্ভব, যেটা আমরা গত দু’ম্যাচে করতে পারিনি।’

এদিকে, এখন অনেক ‘যদি’, ‘তবে’র ওপর নির্ভর করছে ভারতের সেমিফাইনাল ভাগ্য। কিন্তু এখনই সব শেষ হয়েছে বলে মনে করেন না কোহলি। তিনি বলেন, ‘মনে হয় এখনও সব ঠিকই আছে। এখনই সব শেষ হয়ে যায়নি। এখনও অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

গ্রুপ পর্বে ভারতের পরের তিন ম্যাচ আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে। সেমিতে খেলতে হলে তাই এই তিন ম্যাচেই জিততে হবে। সেই সঙ্গে আফগানিস্তান ও নিউজিল্যান্ড দলের পরাজয়ের অপেক্ষা করতে হবে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি