ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাটলারের ঝোড়ো শতক, শ্রীলঙ্কার লক্ষ্য ১৬৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ১ নভেম্বর ২০২১

জস বাটলার ও ইয়ন মরগ্যান

জস বাটলার ও ইয়ন মরগ্যান

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তিন জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে ইংল্যান্ড। সমান ম্যাচে এক জয় নিয়ে শেষ চারের মিশনে অনেকটাই পিছিয়ে থাকা শ্রীলঙ্কার বিপক্ষেই আজ জিতে প্রথম দল হিসেবে সেমিতে নাম লেখাতে চায় মরগ্যান বাহিনী।

সেই লক্ষ্য নিয়েই সোমবার দিনের একমাত্র ম্যাচে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিনটি উইকেট হারিয়ে চাপে পড়লেও জস বাটলারের ঝোড়ো শতকে চড়ে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোরই গড়েছে ইংলিশরা। আগের ম্যাচেই ঝড় তুলে ফিফটি হাঁকানো জস বাটলার এদিন ফিফটি আদায় করে তবেই ঝড় তুলেছেন ব্যাটে।

আগের দিন মাত্র ২৫ বলে ফিফটি পূরণ করা ইংলিশ ওপেনার এদিন ফিফটি পেতে খরচ করেন ৪৫টি বল। তবে এর পরেই লঙ্কান বোলারদের উপর চড়াও হয়ে যেন রুদ্রমুর্তি ধারণ করেন বাটলার। যাতে পরের ফিফটি ছুঁতে তাঁর লাগে মাত্র ২২ বল। অর্থাৎ মোট ৬৭ বলে সমান ছয়টি করে চার-ছক্কা হাঁকিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০১ রানে।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে অধিনায়ক মরগ্যানের ব্যাট থেকে। মূলত এই দুজনই এদিন দলের পক্ষে দুই অঙ্ক ছুঁতে পারেন। যাতে নির্ধারিত ওভারে ৪টি উইকেট হারিয়ে ১৬৩ রানের স্কোর গড়তে পারে এবারের আসরের অন্যতম ফেভারিটরা। 

এদিন শ্রীলঙ্কার পক্ষে একাই তিনটি উইকেট নিয়ে সাকিবকে (১১) হটিয়ে চলতি আসরের শীর্ষ শিকারীর স্থান দখল করেন ডানহাতি স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। তাঁর উইকেট সংখ্যা এখন ১৪। অন্যদিকে, একটি করে শতক ও অর্ধশতকে মোট ২১৪ রান নিয়ে ব্যাটারদের শীর্ষে বাটলার।

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমল মিলস।

শ্রীলঙ্কা একাদশ
কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, দুশমন্থা চামিরা, লাহিরু কুমারা ও মাহীশ থিকশানা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি