ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ২ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:৪৭, ২ নভেম্বর ২০২১

নাঈম শেখ ও লিটন দাস

নাঈম শেখ ও লিটন দাস

চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। যে ম্যাচে সাকিবের বদলে বিশ্বমঞ্চে অভিষেক হতে যাচ্ছে অলরাউণ্ডার শামীম হোসাইনের। আবু ধাবীতে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হওয়া এই ম্যাচটিসহ শেষ দুই ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়তে চান বলেই ঘোষণা দিয়েছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।

সেই লক্ষ্যে টস করতে নেমে অবশ্য হেরে যান টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অর্থাৎ টস জিতে আগে বোলিং নিয়েছে টেম্বা বাভুমার দল। 

এ ম্যাচে ইনজুরিতে ছিটকে যাওয়া সাকিবের পরিবর্তে একাদশে এসেছেন তরুণ অলরাউণ্ডার শামীম হোসাইন। এ ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষেক হচ্ছে তাঁর। এছাড়া বাদ পড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজও। তাঁর বদলে একাদশে এসেছেন স্পিনার নাসুম আহমেদ।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই ফিল্ডিংয়ে নামছে দক্ষিণ আফ্রিকা দল। 

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, শামীম হোসাইন, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ড্রিকস, রাসি ফন ডার ডুসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিক নরকিয়া, তাবারাইজ শামসি। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি