ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

তিন মাসের জন্য মাঠের বাইরে অ্যাগুয়েরো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ২ নভেম্বর ২০২১

আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো

আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো

অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন বার্সেলোনা স্ট্রাইকার ও আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। মঙ্গলবার বার্সেলোনা ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বার্সেলোনার হয়ে শনিবার খেলতে নেমে শ্বাসকষ্টে ভোগায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল সার্জিও অ্যাগুয়েরোকে। ম্যাচে আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে কাতালান জায়ান্টরা।

ক্যাম্প ন্যু-তে অনুষ্ঠিত লা লিগার ম্যাচটিতে ৪১ মিনিটের সময় হঠাৎ করেই বুকে চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। মাঠেই কয়েক মিনিট ধরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা এই তারকাকে। 

পরবর্তীতেএক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘অ্যাগুয়েরো শ্বাসকষ্ট বোধ করছিলেন। কার্ডিয়াক পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

পরীক্ষা-নিরীক্ষা করে যা খবর এসেছে, তা ফুটবলপ্রেমীদের আরও হতাশই করেছে। জানা গেছে, অ্যাগুয়েরোর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছে। অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়ায় ভুগছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এই সমস্যার কারণে আগামী তিন মাস ফুটবল থেকে বাইরে থাকতে হবে অ্যাগুয়েরোকে। 

আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ডা. জোসেপ ব্রুগাদার অধীনে ডায়াগনস্টিক ও থেরাপির মধ্য দিয়ে যেতে হবে অ্যাগুয়েরোকে। তাই আগামী তিন মাস কোনো ম্যাচের জন্য তাঁকে নির্বাচন করা হবে না। এই চিকিৎসা প্রক্রিয়ার উন্নতি বিবেচনা করে নির্ধারণ করা হবে পরবর্তী কার্যক্রম।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি