ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শক্তভাবে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ৩ নভেম্বর ২০২১

নতুন জার্সিতে টিম বাংলাদেশের সদস্যরা

নতুন জার্সিতে টিম বাংলাদেশের সদস্যরা

শক্তভাবে ঘুরে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতে বিজয়ী মানসিকতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে দলের প্রতি আহ্বান জানিয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে দলের প্রতি এ আহ্বান জানান সাবেক লঙ্কান স্পিনার। 

সুপার টুয়েলভে টানা চার ম্যাচ হেরে টাইগাররা ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তবে হেরাথ বলেন, বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিতে খেলোয়াড়দের অতীত ভুলে সামনের ম্যাচে জয়ের কথা ভাবতে হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বুধবার সাংবাদিক সম্মেলনে হেরাথ বলেন, ‘আমি যেমনটা বলছি, একজন পেশাদার হিসেবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমাদের আর একটা খেলা বাকি আছে। তাই এক্ষেত্রে আমাদের বিজয়ী মানসিকতা বজায় রাখতে হবে এবং জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়েই ভাবতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আরও একটি সুযোগ রয়েছে আমাদের। আমি নিশ্চিত ছেলেরা বিশ্লেষণ করবে, তারা কি করেছে এবং তাদের কি করতে হবে। আমি নিশ্চিত যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তভাবে ঘুড়ে দাঁড়াবে বাংলাদেশ।’

মাত্র দু’মাস আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। শ্রীলঙ্কার সাবেক স্পিনার হেরাথের বিশ্বাস, সেই ফলাফলের পুনরাবৃত্তি ঘটানোর সক্ষমতা টাইগারদের আছে।

কিংবদন্তি অফ-স্পিনার মুত্তিয়া মুরলিধরনের পর টেস্ট ক্রিকেটে লঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার বলেন, ‘আপনি বাংলাদেশের হয়ে খেলছেন, তাই আমাদের সকলের দায়িত্ব এবং ভূমিকা বোঝা উচিত। আপনি যদি সেই ভূমিকা বুঝতে পারেন এবং তবে দিনে দিনে উন্নতি করতে পারবেন। একজন ক্রিকেটারকে বুঝতে হবে, সে একজন ভালো বা বড় ক্রিকেটার হতে চায়। আরও পেশাদার হতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজেকে চ্যালেঞ্জ নিতে হবে। এইভাবে আপনি ব্যক্তিগতভাবে এবং একটি দল হিসাবে উন্নতি করতে পারেন।’

হেরাথ আরও বলেন, ঘরের মাঠে আসন্ন পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ দু’টিকে সামনে রেখে আত্মবিশ্বাস পেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার মতে, বিশ্বকাপে কি হয়েছে, তা নিয়ে এখন ভাবার কোনো কারণ নেই।

হেরাথ বলেন, ‘এই বিশ্বকাপে এখন পর্যন্ত আমাদের ভালো ক্রিকেট হয়নি। এটি খেলারই অংশ। দল ও খেলোয়াড় হিসেবে আমরা কিভাবে উন্নতি করতে পারি তা দেখতে হবে। এটা কোচদের জন্য চ্যালেঞ্জ, কিন্তু এই ছেলেরা আরও ভালো পারফরমেন্স করতে সক্ষম। আমাদের আরও একটা খেলা বাকি আছে, আমি নিশ্চিত ছেলেরা তাদের সেরাটা দিবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরের দু’টি সিরিজের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের জয়ের কম্বিনেশন ও জয়ের আত্মবিশ্বাস প্রয়োজন। বাংলাদেশের ক্রিকেটেকে সামনের দিকে এগিয়ে নেয়ার বিষয়ে ভাবতে হবে।’

ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগেই বাংলাদেশের সমস্যা রয়েছে বলে উল্লেখ করেন হেরাথ। তিনি বলেন, ‘সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ দলের প্রশংসা করতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলেছি। কিন্তু ভাগ্য সাথে না থাকায় সেই ম্যাচটি হেরেছি। আমি মনে করি, আমাদের তিনটি বিভাগেই উন্নতি করতে হবে। একটি কোচিং ইউনিট হিসাবে, আমাদের সেই চ্যালেঞ্জগুলো ভালোভাবে দেখভাল করতে হবে।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি