ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আশা বাঁচিয়ে রাখার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৪ নভেম্বর ২০২১

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ শ্রীলঙ্কার কাছে ম্যাচটি একেবারেই নিয়মরক্ষার।

গ্রুপ-১ থেকে সেমিফাইনাল দৌঁড়ে টিকে থাকতে হলে এ ম্যাচে ক্যারিবিয়দের সামনে জয়ের কোন বিকল্প নেই, পরাজয় মানেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া। পক্ষান্তরে আগের তিন ম্যাচে পরাজিত লঙ্কানদের এ ম্যাচ থেকে কিছুই পাওয়ার নেই।
 
বৃহস্পতিবার আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকা।

সুপার টুয়েলভে ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হার দিয়ে বিশ্বকাপ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হারে ক্যারিবীয়রা। তবে তৃতীয় ম্যাচে দারুন এক জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ৩ রানে হারিয়ে আসরে প্রথম জয়ের মুখ দেখে কাইরন পোলার্ডের দল। ৩ খেলায় ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২।

বিশ্বকাপে টিক থাকতে হলে অবশ্যই আজকের ম্যাচে জিততে হবে। এছাড়া পরের ম্যাচ অস্ট্রিলিয়াকেও হারাতে হবে ক্যারিবিয়ানদের। শুধু তাই নয় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে পোলার্ডদের। কেননা এই ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকাকে হেরে যায় এবং বাংলাদেশের বিপক্ষে যদি অস্ট্রেলিয়া পায় তাহলে আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইন্ডিজের পয়েন্ট সমান হবে। 

সেক্ষেত্রে রান রেটের হিসেবে যে এগিয়ে থাকবে সে দলই ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে উঠবে। যদিও রান রেটে অনেক পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

এখন পর্যন্ত নিজেদের সেরাটা দেখাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ও বোলাররা। দলের একাধিক পাওয়া হিটার থাকা সত্বেও বিধ্বংসী রূপ প্রদর্শন করতে পারেননি এভিন লুইস, ক্রিস গেইল, পোলার্ড-আন্দ্রে রাসেলরা। বল হাতে বোলারদের বড় কোন সাফল্য নেই। 

তবে জয়ের জন্য ব্যাটার ও বোলারদের একত্রে জ্বলে উঠতে হবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক নিকোলাস পুরান। তিনি বলেন, ‘আমাদের কাছে এ ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কাকে হারাতেই হবে। তবে জয়ের জন্য দল হিসেবে সব বিভাগে পারফরমেন্স করতে হবে।’

পক্ষান্তরে এবারের বিশ্বকাপ থেকে আর কিছুই পাবার নেই শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারালেও, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কাছে যথাক্রমে ৭ উইকেটে, ৪ উইকেটে ও ২৬ রানে ম্যাচ হারে তারা। ৪ খেলায় ৩ ম্যাচ হারলেও কিঞ্চিৎ আশা ছিলো লঙ্কানদের। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের হার সুপার টুয়েলভ থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত করে ফেলে।

সেমিফাইনালে উঠার কোন সুযোগ না থাকলেও জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় লঙ্কানরা।। দলের ওপেনার পাথুম নিশাঙ্কা বলেন, ‘আমাদের সেমিতে খেলার আশা শেষ হয়ে গেছে। তবে শেষ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের সমাপ্তি টানতে চাই আমরা।’

টি-টোয়েন্টিতে ১৪ বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকা। দু’দলের জয় সমান সাতবার করে। বিশ্বকাপে মঞ্চে সাতবার দেখা হয় তাদের। লঙ্কানদের জয় পাঁচবার। ওয়েস্ট ইন্ডিজের জয় দু’বার।

দু’দলের সম্ভাব্য একাদশ

ওয়েস্ট ইন্ডিজ: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আকিল হোসেইন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, লেন্ডল সিমন্স, রবি রামপল, আন্দ্রে রাসেল, ওশানে থমাস, হেডেন ওয়ালস জুনিয়র।

শ্রীলংকা: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, মাহেশ থিকসানা, বিনুরা ফার্নান্দা ও আকিলা ধনাঞ্জয়া।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি