শুরুতেই লিটন-সৌম্য-মুশিকে হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১৬:২৭, ৪ নভেম্বর ২০২১ | আপডেট: ১৬:৩১, ৪ নভেম্বর ২০২১
আবারো শূন্য রানে ফিরলেন লিটন
সুপার টুয়েলভে টানা চার ম্যাচে হেরে বাংলাদেশের বিশ্বকাপ মিশ্ন ইতোমধ্যেই শেষ। হাতে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ম্যাচটি। যে ম্যাচে জিতে অন্তত শেষটা রাঙাতে চায় টাইগাররা। তবে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন-সৌম্য-মুশফিক-নাঈমকে হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে পুরো টুর্নামেন্টের সেই চিরচেনা চিত্র যে পিছুই ছাড়ছে না টাইগারদের। মাত্র ১ রানে লিটন শূন্য রানে আউট হওয়ার পর দলীয় স্কোরে আরও ৯ রান যোগ হতেই সাজঘরে ফেরেন সৌম্য (৫) ও নিজেকে খুঁজে ফেরা মুশফিক (১)।
যাতে মাত্র ১০ রানেই ৩টি উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে দলটির সংগ্রহ ৪ উইকেটে ৩২ রান। নাঈম শেখ ১৭ রানে আউট হন। মাহমুদউল্লাহ রিয়াদ ৮ রানে ক্রিজে আছেন।
এদিকে, গত চার ম্যাচে বাংলাদেশের ঝুলিতে নেই এক পয়েন্টও। তবে অস্ট্রেলিয়ার সেমিতে খেলার সম্ভাবনা বেঁচে রয়েছে। ৩ ম্যাচের দুটিতে জয় পেয়েছে তারা। তাই টাইগারদের জন্য আজকের ম্যাচটি নিয়মরক্ষার হলেও অস্ট্রেলিয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ একাদশ:
মোহম্মদ নাঈম, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, শামীম পাটোয়ারী, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
এনএস//