ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপে ব্যর্থতা বাংলাদেশের জন্য ‘ইতিবাচক’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২২, ৪ নভেম্বর ২০২১ | আপডেট: ১৯:২৫, ৪ নভেম্বর ২০২১

বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন খালেদ মাহমুদ সুজন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ। টানা চার ম্যাচে হারার পর অজিদের বিপক্ষেও শেষ ম্যাচে লজ্জাজনক পরাজয়ের মধ্যদিয়ে কলঙ্কজনক বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি ঘটাল টাইগাররা। একের পর এক ভুলের জন্ম দিয়ে দারুণভাবে সমালোচিত দলের সদস্যরাও।

তবে এইসব ভুল থেকে পাওয়া শিক্ষা কাজে লাগাতে পারলে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা ইতিবাচকভাবেই কাজে লাগবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, এবারের আসর থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগাতে কাজ করবে বিসিবি।

বাংলাদেশ দল বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তবে সুজন মনে করেন, এবারের আসর থেকে শেখার আছে অনেক কিছুই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুজন বলেন, ‘আমরা তো ভেবেছিলাম আরও ভালো করব। কখনও হারও দেশের জন্য ভালো। এখান থেকে শেখার অনেক কিছুই আছে। শুধু বোর্ডের জন্য না, খেলোয়াড়-কোচ সবার জন্য শেখার আছে।’

সুজনের মতে, ব্যর্থতার কারণ খুঁজে বের করে সেসব জায়গায় গুরুত্ব ও মনোযোগ বাড়াতে হবে। তার ভাষায়, ‘হয়ত আমরা হালকাভাবে নিচ্ছিলাম। আমি বলব, এই সময়টা আমাদের জন্য ভালো শিক্ষা। এখন অনেক কিছু চিন্তা করতে পারলাম। পরিকল্পনা, অনুশীলন, খেলোয়াড় বাছাই- অনেক কিছুতে ভুল থাকতে পারে। এটা অবশ্যই বড় ধাক্কা। এখানে বসে থাকলে হবে না। ইউটার্ন নিতে হবে। এজন্য যা যা করার অবশ্যই করব।’

গত ১৭ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম রাউন্ডের সেই ম্যাচে বাংলাদেশ হেরে যায় মাত্র ৬ রানে। পরে অবশ্য ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে কোনও রকমে সুপার টুয়েলভে জায়গা করে নেন সাকিব আল হাসানরা। 

তবে সুপার টুয়েলভে একটিও ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তারা গ্রুপের পাঁচটি ম্যাচেই হার মানে। শেষ ম্যাচে অজিদের হারালে হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করতে পারত বাংলাদেশ। তবে শেষ ম্যাচেও হেরে একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াদ-মুশফিকদের।

তবে স্কটল্যান্ডের কাছে সেই হারেই দলের ছন্দপতন ঘটেছে বলেই মনে করেন সুজন। তিনি বলেন, ‘প্রথম ধাক্কাটাই সবচেয়ে প্রভাব ফেলেছে। স্কটল্যান্ডের কাছে ম্যাচ হারা… শ্রীলঙ্কার সাথে হেরেছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরেছি- এটা আমাদের সাথে যায়। আমরা তাদের বিপক্ষে হারতেই পারি। স্কটল্যান্ডের কাছে হারার পর অনেক চাপ কাজ করেছে, এটা আমরা নিতেই পারিনি।’

সদ্য নির্বাচিত এই বোর্ড পরিচালক আরও বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে জিতলে হয়ত পরিস্থিতি অন্যরকম হত। আমরা সুপার টুয়েলভে দুটি জেতা ম্যাচ হেরেছি। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুহূর্তে ভালো সিদ্ধান্ত নিতে পারিনি।’

এদিন টস হেরে ব্যাট করতে নেমে অজি বোলিং তোপে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এই জয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে রান রেটে দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে সেমির রেসে এগিয়ে গেল অজিরা। অন্যদিকে, টানা পাঁচ ম্যাচেই হেরে চলতি বিশ্বকাপের লজ্জাজনক অধ্যায় শেষ করল বাংলাদেশ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি