ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস হেরে ব্যাটিংয়ে দুরন্ত শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ৪ নভেম্বর ২০২১ | আপডেট: ২০:৩৮, ৪ নভেম্বর ২০২১

কুশল জেনিথ পেরেরা

কুশল জেনিথ পেরেরা

Ekushey Television Ltd.

আগের ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ে বাংলাদেশের সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কারও। টুর্নামেন্টে তাদের শেষ ম্যাচটি তাই কেবলই নিয়মরক্ষার। তবে এখনও আশা টিকিয়ে রাখা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুরন্ত সূচনাই করেছে দলটি।

পেরেরা ঝড়ে পাঁচ ওভারেই ৪২ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। যদিও আন্দ্রে রাসেলের আঘাতে ষষ্ঠ ওভারেই আউট হয়ে ফেরেন ২১ বলে ২৯ করা লঙ্কান ওপেনার। যাতে ওই ৪২ রানেই প্রথম উইকেট হারায় তারা। তবে নিশাঙ্কা ও আসালাঙ্কার ব্যাটে ৮ ওভারে সংগ্রহ ৬৭ রান।

এর আগে ৩ ম্যাচে একটি জয় পেলেও কাগজে-কলমে সেমির সম্ভাবনা রয়েছে ক্যারিবীয়দের। এমন সমীকরণ মাথায় নিয়ে আবুধাবিতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড।

এদিন অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কান একাদশে এসেছে একটি পরিবর্তন। লাহিরু কুমারার বদলে একাদশে ঢুকেছেন বিনুরা ফার্নান্ডো।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেইজ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন, রবি রামপল।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা, ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্তা চামিরা, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্ডো।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি