ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সর্বোচ্চ রান নাইমের, দ্বিতীয়স্থানে মাহমুদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ৫ নভেম্বর ২০২১

পরাজয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বাছাই পর্ব ও সুপার টুয়েলভ মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বাছাই পর্বে তিন ম্যাচে ২টি জিতলেও, সুপার টুয়েলভে পাঁচ ম্যাচই হারে টাইগাররা।

এবারের আসরে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওপেনার মোহাম্মদ নাইম। ৭ ম্যাচের ৭ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৭৪ রান করেন তিনি। ব্যাটিং গড়- ২৪ দশমিক ৮৫।  

দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। ৮ ম্যাচের ৮ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৬৯ রান করেন তিনি। তার ব্যাটিং গড়- ২৮ দশমিক ১৬।

১টি হাফ-সেঞ্চুরিতে ১৪৪ রান করে তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক মুুশফিকুর রহিম।

নাইম-মাহমুদুল্লাহ ও মুশফিকের মত এবারের বিশ্বকাপে রানের দিক দিয়ে তিন অংকের ছোয়া স্পর্শ করেন আর মাত্র দুই ব্যাটার। ওপেনার লিটন দাস ১৩৩ ও সাকিব আল হাসান 
১৩১ রান করেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটার রান :
নাম    ম্যাচ     ইনিংস    রান    গড়    ৫০    সর্বোচ্চ
মোহাম্মদ নাইম     ৭    ৭    ১৭৪    ২৪.৮৫    ২    ৬৪
মাহমুদুল্লাহ     ৮    ৮    ১৬৯    ২৮.১৬    ১    ৫০
মুশফিকুর রহিম    ৮    ৮    ১৪৪    ২০.৫৭    ১    ৫৭*
লিটন দাস    ৮    ৮    ১৩৩    ১৬.৬২    ০    ৪৪
সাকিব আল হাসান    ৬    ৬    ১৩১    ২১.৮৩    ০    ৪৬
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি