ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

৭.১ ওভারে জিতলেই কিউয়ি ও আফগানদের টপকে যাবে ভারত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ৫ নভেম্বর ২০২১

মোহাম্মদ শামি ও রবিন্দ্র জাদেজার বোলিং তাণ্ডবে মাত্র ৮৫ রানেই অল-আউট হয়ে গেছে স্কটল্যান্ড। জয়ের জন্য তাই ভারতের দরকার ৮৬ রান। আর এই লক্ষ্য মাত্র ৭.১ ওভারের মধ্যে পূরণ করতে পারলে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের রান রেট টপকে সেমির পথে অনেকটাই থাকবেন কোহলীরা।

এমনটাই জানাচ্ছে সমীকরণ। তবে বিশ্বকাপে টিকে থাকতে গেলে এই ম্যাচের পাশাপাশি পরের ম্যাচেও জিততে হবে বড় ব্যবধানেও। সেইসঙ্গে প্রার্থনা করতে হবে নিউজিল্যান্ড যেন তাদের পরের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যায়। তাহলেই কেবল সেমিতে উঠে যাবে বিরাট কোহলির দল।

এর আগে টস জিতে আগে বোলিং করতে নেমে শামির মতই তিনটি করে উইকেট নিয়েছেন রবিন্দ্র জাদেজাও। সঙ্গে বুমরাহ ২টি ও অশ্বিনের ঝুলিতে গেছে একটি উইকেট। যাতে ছন্নছাড়া হয়ে পড়া স্কটিশরা খেলতে পারে মোটে ১৭.৪ ওভার। অলআউট হয়ে যায় মাত্র ৮৫ রানেই। 

দলটির পক্ষে সর্বোচ্চ ২৪ রান আসে জর্জ মুনসের ব্যাট থেকে। অশ্বিনকে টানা তিন বলে তিনটিসহ চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়েই ১৯ বলে ওই রান করেন স্কটিশ ওপেনার। এছাড়া মাইকেল লিস্ক ২১, কলাম ম্যাকলিয়ড ১৬ ও মার্ক ওয়াট ১৪ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কই ছুঁতে পারেননি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি