ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাঁচ উইকেট হারিয়ে বিপদে উইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ৬ নভেম্বর ২০২১ | আপডেট: ১৭:১৮, ৬ নভেম্বর ২০২১

ইতোমধ্যেই শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন। তবে সেমিফাইনালে খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার। সেই লক্ষ্যে আবুধাবিতে শনিবার (৬ নভেম্বর) বিকালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে অজিরা। 

তবে ব্যাট হাতে নেমে অজি বোলারদের তোপের মুখে একে একে ব্যর্থতার পরিচয় দিয়ে সাজঘরে ফিরেছেন চার টপ অর্ডার। যাতে ৭০ রানেই চতুর্থ উইকেট হারায় ক্যারিবীয়রা। গেইল ১৫ ও লুইস ২৯ করলেও হ্যাজলউডের শিকার হওয়া বাকি দুইজন পুরান ও চেইজ যথাক্রমে ৪ ও ০ করে আউট হন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৯৯ রান তুলেছে উইন্ডিজ। হেটমায়ার ২৭ রানে হ্যাজলউডের তৃতীয় শিকার হন।পোলার্ড ১৫ রানে এবং ব্রাভো ২ রানে ক্রিজে আছেন।

এদিন আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে অস্ট্রেলিয়া। তবে ক্যারিবীয় একাদশে রবি রামপলের জায়গায় এসেছেন হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেইজ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন ও হেইডেন ওয়ালশ।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি