ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্পেন দল থেকে বাদ পড়লেন ফাতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ৭ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গ্রীস ও সুইডেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের শেষ দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন তরুন স্ট্রাইকার আনসু ফাতি। শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে নেমে প্রথমার্ধে এই ইনজুরিতে পড়েন এই স্প্যানিশ। যে কারনে দ্বিতীয়ার্ধে আর তার খেলা হয়নি। ম্যাচটিতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।

২০২০ সালের সেপ্টেম্বরে স্পেন জাতীয় দলের হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন ফাতি। কিন্তু হাঁটুর গুরুতর ইনজুরির কারণে প্রায় এক বছর যাবত তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন।

সেল্টার বিপক্ষে শনিবার ১৯ বছর বয়সী ফাতি বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেছিলেন। এক বিবৃতিতে স্পেনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে তার পরিবর্তে দলভূক্ত হয়েছেন এস্পানিয়ল ফরোয়ার্ড রাওল ডি টমাস।

শীর্ষে থাকা সুইডেনের থেকে দুই পয়েন্ট পিছিয়ে গ্রুপ-বি’র দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন।

বৃহস্পতিবার গ্রীস সফরে যাবে যাবে স্পেন। এর তিনদিন পর সুইডেনকে আতিথ্য দিবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি